ইস্তাম্বুলের মেয়র ইকরেম ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে রাতভর বিক্ষোভের জেরে তুরস্কের বিভিন্ন শহর থেকে ৩৪৩ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। খবর রয়টার্স
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, তুরস্কের বড় শহর ইস্তাম্বুল এবং রাজধানী আঙ্কারার পাশাপাশি একাধিক শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এতে আরও বলা হয়, জনশৃঙ্খলা ব্যহত হওয়ার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া কোনো ধরনের উস্কানি এবং অরাজকতা সহ্য করা হবে না বলে সতর্ক বার্তা দেয়া হয়েছে।
টানা তৃতীয় দিনের মতো স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে তুরস্কজুড়ে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে। দেশটির তিনটি বড় শহর ইস্তাম্বুল, রাজধানী আংকারা এবং পশ্চিম উপকূলীয় শহর ইজমিরে দাঙ্গা পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস, রাবার বুলেট ও জলকামান ব্যবহার করা হয়।
বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইমামোগলুকে গ্রেপ্তারের পর দেশটির ৮১টি প্রদেশের মধ্যে অন্তত ৫০টিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশটির বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি ইমামোগলুকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তাদের ‘পরবর্তী প্রেসিডেন্টের বিরুদ্ধে অভ্যুত্থানচেষ্টা’ অ্যাখ্যা দিয়েছে।
সিএইচপি কয়েক দিনের মধ্যেই এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী হিসেবে ইমামোগলুর নাম ঘোষণা করতে যাচ্ছিল।