বিকেএসপি প্রায় সারা বছর সব খেলায় অনুশীলন করে থাকে। সেখানে অন্য কেউ সেভাবে অনুশীলন করে থাকে না। তাই শুরু থেকে নারীদের ডেভলপমেন্ট হকিতে ফেভারিট ছিল বিকেএসপি।
শনিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে ফাইনালে বিকেএসপি ৮-০ গোলে কিশোরগঞ্জকে হারিয়ে শিরোপা উৎসব করেছে। গ্রুপ পর্বের চেয়ে ৭ গোল কম খেয়েছে জেলা দলটি।
এটা অনুমেয়ই ছিল। টুর্নামেন্টজুড়ে গোলোৎসব করেছে বিকেএসপি। গতকালের ফাইনালের প্রতিপক্ষ কিশোরগঞ্জকেও গ্রুপ পর্বে ১৫ গোল দিয়েছিল। ফাইনালের ফল নিয়ে তাই সংশয় ছিল না।
তবে কিশোরগঞ্জ এদিন লড়াই করেছে। প্রথম ম্যাচের মতো ছন্নছাড়া হয়নি। তাতেও ৮-০ গোলের জয় নিয়ে মেয়েদের ডেভেলপমেন্ট কাপ হকির শিরোপা উৎসব করেছে বিকেএসপিই।
ফাইনাল পর্যন্ত সাত ম্যাচে ১০২ গোল করেছে দলটি।
তাতে ৩০ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন অর্পিতা পাল। তবে চমক ছিল সেরা খেলোয়াড়ের পুরস্কারে। কিশোরগঞ্জকে ফাইনালে তোলার পথে ১১ গোল করা ফারদিয়া আক্তার রাত্রি হয়েছেন সেই সেরা খেলোয়াড়। আসরে তৃতীয় হয়েছে যশোর।
গতকাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাজশাহীকে হারিয়েছে তারা ৪-০ গোলে। জেলা দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল যথেষ্টই। কিন্তু বিকেএসপির সঙ্গে হয়েছে অসম লড়াই।