এই ঈদে বিনোদনের বিশেষ চমক নিয়ে আসছে এটিভি ইউএসএ। দর্শকদের জন্য থাকছে তিনটি ভিন্ন স্বাদের নাটক- সেই তুমি, আত্মশুদ্ধি এবং ফাঁদের প্রেমে। প্রেম, অনুভূতি, অনুশোচনা আর চমকপ্রদ নানা কাহিনীতে ভরপুর নাটকগুলো। ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলবে এটিভি ইউএসএ-র এই বিশেষ আয়োজন।
ঈদ আনন্দে এবারে এটিভি ইউএসএর অনুষ্ঠানমালায় থাকছে বৈচিত্রময় কিছু আয়োজন। গানের অনুষ্ঠান, সেলিব্রিটি শোয়ের পাশাপাশি থাকছে বিশেষ তিনটি নাটক। তিনটি নাটকেরই প্রযোজনায় রয়েছে আশা মাল্টিমিডিয়া। ঈদ আয়োজনের নাটকগুলো নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ, আরেফিন আলম, তানভীর আল হাসান ও তানভীর তারেক।
এর ভেতরে রোমান্টিক গল্পে ইশতিয়াক আহমেদের রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘সেই তুমি’। এই টেলিফিল্মের মাধ্যমে দীর্ঘদিন পর অভিনয়ে ফিরলেন সাদিয়া জাহান প্রভা। নাটকে প্রভার বিপরীতে মূল চরিত্রে অভিনয় করেছেন আকাশ রহমান। এছাড়াও এই নাটকে অভিনয় করেছেন নিশাত প্রিয়ম, রাকিব হোসেন ইভন। ঈদের দিন এটিভি ইউএসএ’র পর্দায় নাটকটি দেখতে পাবেন দর্শকরা।
জাকির হোসেন উজ্জলের রচনা আরেফিন আলম ও তানভীর আল হাসানের পরিচালনায় কমেডি ড্রামা ‘আত্মশুদ্ধি’ প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন এটিভি ইউএসএ তে। এতে অভিনয় করেছেন শামীম জামান, আখম হাসান, অহনা রহমান, আইনুন পুতুলসহ আরো অনেকে।
ঈদের তৃতীয় দিন প্রচার হবে তানভীর তারেক এর রচনা ও পরিচালনায় ‘ফাঁদের প্রেমে’। নাটকটিতে অভিনয় করেছেন সাঈদ বাবু, সিফাত তাহসিন, আকাশ রহমান, আনোয়ার হোসেন, শাহ আলম দুলাল, রুমা দুলাল, রাজসহ অনেকে।
সংবাদ ও বিনোদনভিত্তিক টিভি চ্যানেল এটিভি ইউএসএ তার যাত্রার শুরু থেকেই দর্শকের চাহিদা ও রুচি অনুযায়ী অনুষ্ঠান নির্মাণ করে চলেছে। তারই ধারাবাহিকতায় এবারে ঈদুল ফিতরে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি নাটক তিনটি দর্শকের মন কাড়বে এমনটাই প্রত্যাশা।