বৃহস্পতিবার

,

১০ই এপ্রিল, ২০২৫

আমেরিকা-হুতি পাল্টাপাল্টি হামলা

এটিভি ইউএসএ নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

আমেরিকা ও ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি পরস্পরের ওপর পাল্টাপাল্টি হামলা চালানোর দাবি করেছে। হুতিদের দাবি, লোহিত সাগরে একটি আমেরিকার রণতরিতে হামলা চালিয়েছে তারা। অন্যদিকে, ইয়েমেনে কয়েক ঘণ্টার মধ্যে আমেরিকা ১৭ দফা হামলা চালিয়েছে।

হুতিদের এক মুখপাত্র দাবি করেছেন, তাঁদের যোদ্ধারা আমেরিকার রণতরি ইউএসএস হ্যারি ট্রুম্যানেও হামলা করেছেন। এ ছাড়া হুতিরা তেল আবিবে ইসরায়েলের একাধিক সামরিক ক্ষেত্রে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানোর দাবিও করেছে।
ওই মুখপাত্র বলেছেন, হুতিরা আমেরিকার আগ্রাসনের জবাব দেওয়া অব্যাহত রাখবে। পাশাপাশি আমেরিকার উত্তেজনা বৃদ্ধির জবাব উত্তেজনা বৃদ্ধির মাধ্যমেই দেওয়া দেবে।

হুতির মুখপাত্র আরো বলেন, হুতিরা ইয়েমেনের কৌশলগত সমূদ্রসীমায় ইসরায়েলি নৌযান চলাচলে বাধা সৃষ্টি অব্যাহত রাখবে। যত দিন পর্যন্ত গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হবে এবং গাজার ওপর থেকে অবরোধ তুলে নেওয়া না হবে, তত দিন পর্যন্ত হুতিরা ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে।

চলতি মাসের মাঝামাঝি থেকে হুতিদের নিশানা করে ইয়েমেনে বড় ধরনের হামলা শুরু করেছে আমেরিকার সামরিক বাহিনী।

ইয়েমেনের রাজধানী সানা এবং এর আশপাশের এলাকায় নতুন করে হামলার খবর জানিয়েছে হুতিসংশ্লিষ্ট টেলিভিশন আল মাসিরাহ।

সাদা প্রদেশের আল সালেমেও হামলা হয়েছে। টেলিভিশন চ্যানেলটির খবরে বলা হয়েছে, গত কয়েক ঘণ্টায় সাদা প্রদেশে আমেরিকা অন্তত ১৭ বার বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে।