আমেরিকার ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) গত ১২ মার্চ ক্যালিফোর্নিয়ার ফ্রেঞ্চ ক্যাম্পে সুনির্দিষ্ট অপরাধ দমন অভিযান চালিয়ে ২৩ বছর বয়সী ভারতীয় নাগরিক গুরদেব সিংকে গ্রেপ্তার করেছে। সিং বিদেশি অপরাধী হিসেবে চিহ্নিত হয়েছেন। তিনি অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করেছিলেন। ২০২৩ সালের ২ সেপ্টেম্বর অ্যারিজোনার লুকভিলের কাছে তাকে আমেরিকার বর্ডার প্যাট্রোল আটক করেছিল এবং পরে ইমিগ্রেশন বিচারকের সামনে হাজির হওয়ার নির্দেশনা দিয়ে তাকে মুক্তি দেওয়া হয়।
তদন্তে জানা যায়, সিং আন্তর্জাতিক অপরাধী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি অবৈধভাবে আগ্নেয়াস্ত্র বহন করতেন এবং আমেরিকাসহ বিদেশে অপরাধমূলক কার্যকলাপে জড়িত ছিলেন।
গত ৬ মার্চ ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল সিংকে জনসমক্ষে লোডেড আগ্নেয়াস্ত্র বহন, নিবন্ধিত মালিক না হয়ে আগ্নেয়াস্ত্র রাখা, চুরি করা গাড়ির দখল এবং শিশুর প্রতি বিপদ সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার করে। পরে তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে সাতটি এবং তার গাড়ি থেকে দুটি অস্ত্র উদ্ধার করা হয়।
আইস জানতে পারে সিং সান জোয়াকিন শেরিফ অফিসের হেফাজতে আছেন এবং ১২ মার্চ তার উপর একটি ডিটেইনার অনুরোধ জমা দেয়া হয়। কিন্তু শেরিফ অফিস তা মানতে ব্যর্থ হয়। সান জোয়াকিন কাউন্টি জেল থেকে মুক্তির পর ওই দিন রাত ১১টায় আইস তাকে হেফাজতে নেয়। বর্তমানে সিং নির্বাসন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত আইস হেফাজতে থাকবেন।