বৃহস্পতিবার

,

১০ই এপ্রিল, ২০২৫

সৌদি আরব, আমেরিকা ও কানাডায় ঈদ রবিবার

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সৌদি আরবে শনিবার ঈদের চাঁদ দেখা গিয়েছে। ফলে রবিবার সেখানে ঈদুল ফিতর উদযাপন করা হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় রবিবার ঈদুল ফিতরের প্রথম দিন উদযাপন করবে সৌদি আরব।

খবরে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় মাগরিবের নামাজের পর বিষয়টি নিশ্চিত করে সৌদির চাঁদ দেখা কমিটি। এর ফলে দেশটিতে ২৯ রোজার পর এ বছর ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সৌদির র‌য়্যাল কোর্টের এক আনুষ্ঠানিক বিবৃতিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর ফলে বাংলাদেশে সোমবার ঈদ উদযাপনের সম্ভাবনা আরও জোরালো হলো। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপনের পরের দিন সাধারণত বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। তবে সৌদির সঙ্গে মিল রেখেও দেশের অনেক জায়গাতে ঈদ উদযাপন করে থাকে দেশের অনেক মুসল্লি।

এদিকে আমেরিকা ও কানাডায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে রবিবার। সবগুলো মসজিদ থেকেই ঈদ জামায়াতের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমেরিকাজুড়ে তিন হাজারের অধিক মসজিদের ব্যবস্থাপনায়, আবার কোথাও মসজিদের ব্যবস্থাপনায় বড় অডিটরিয়ামে ঈদ জামাতের পাশাপাশি নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ফ্লোরিডা, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, মিশিগানসহ বেশ কয়েকটি রাজ্যে খোলা ময়দানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।

ঈদ জামায়াতে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার কর্তৃপক্ষ বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে বলে জানা গেছে। কম্যুনিটি সূত্রে জানা গেছে, আমেরিকায় সাপ্তাহিক ছুটির দিন ঈদ হওয়ায় সর্বস্তরে স্বস্তি পরিলক্ষিত হচ্ছে।