শুক্রবার

,

৪ঠা এপ্রিল, ২০২৫

মায়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭০০

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২,৭১৯-এ পৌঁছেছে। এতে আহত ৪,৫২১ জন এবং এখনও ৪৪১ জন নিখোঁজ রয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় উদ্ধারকাজ চলছে।

ইয়াঙ্গুন থেকে সিনহুয়া এ খবর জানায়।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার নেপিডোতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য নগদ অনুদান প্রদান অনুষ্ঠানে দেশটির রাজ্য প্রশাসন পরিষদের চেয়ারম্যান মিন অং হ্লাইং এ কথা জানিয়েছেন।

শুক্রবার মায়ানমারে ৭ দশমিক ৭ তীব্রতার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

মিন অং হ্লাইং আশঙ্কা প্রকাশ করেছেন, ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে যেতে পারে। এখনো নিখোঁজ রয়েছেন ৪৪১ জন।

এক শতাব্দীর বেশি সময়ে দক্ষিণ–পূর্ব এশিয়ার কোনো দেশে আঘাত হানা এটাই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। মায়ানমারের আশপাশের দেশগুলোতেও তীব্র কম্পন অনুভূত হয়েছে।