শুক্রবার

,

৪ঠা এপ্রিল, ২০২৫

আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব মানছে না রাশিয়া

এটিভি ইউএসএ নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাবকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছে রাশিয়া। ক্রেমলিন বলেছে, ইউক্রেন যুদ্ধের পেছনে যেসব ‘মূল কারণ’ রয়েছে বলে মস্কো মনে করে, সেগুলোর মীমাংসা ছাড়া আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব রাশিয়া মেনে নিতে পারে না।

মঙ্গলবার রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার কিছু মূল দাবির প্রতি আমেরিকা মনোযোগ দিচ্ছে না। সম্প্রতি ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া ও আমেরিকার আলোচনা স্থগিত হওয়ার পর এমন মন্তব্য করল মস্কো।

রিয়াবকভ বলেন, ‘আমেরিকার প্রস্তাবিত মডেল ও সমাধানগুলো আমরা খুব গুরুত্বের সঙ্গে নিয়েছি; কিন্তু বর্তমানে সেগুলো যেভাবে আছে, সেভাবে আমরা মেনে নিতে পারি না।’

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকে ইউক্রেন যুদ্ধ বন্ধে জোর প্রচেষ্টা চালাচ্ছেন। তবে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের সমঝোতা আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর হচ্ছে না।

গত মাসে আমেরিকা ও ইউক্রেনের প্রতিনিধিদের আলোচনার পর ৩০ দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাবে মতৈক্য হয়।

তবে তা নাকচ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পরিপ্রেক্ষিতে গত রবিবার পুতিনের প্রতি নিজের হতাশা ব্যক্ত করে ট্রাম্প বলেন, তিনি বিরক্ত। একই সঙ্গে রাশিয়ার তেল রপ্তানির ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি।

রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী রিয়াবকভ বলেছেন, ‘আজ আমাদের কাছে যা আছে, তা হলো এমন কিছু কাঠামো খুঁজে বের করার প্রচেষ্টা, যা প্রথমে যুদ্ধবিরতির অনুমতি দেবে।

যত দূর দেখতে পাচ্ছি, আমাদের মূল দাবির কোনো স্থান নেই এখানে। অর্থাৎ এই সংঘাতের মূল কারণগুলোর সঙ্গে সম্পর্কিত সমস্যা মীমাংসার উদ্যোগ নেই।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। তখন থেকে দুই দেশের মধ্য প্রাণক্ষয়ী এই যুদ্ধ চলছে। এর আগে ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নিয়েছিল রাশিয়া।