রাজধানীসহ দেশের চারটি শহরে ১১ এপ্রিল ‘স্বাধীনতা কনসার্ট’ করবে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’।
সম্প্রতি রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
সংবাদ সম্মেলনে বলা হয়, সংগঠনটির ব্যানারে ঢাকা ও চট্টগ্রাম, খুলনা ও বগুড়া শহরে একযোগে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ৩টা থেকে কনসার্ট শুরু হয়ে রাত ১১টায় শেষ হওয়ার কথা রয়েছে।
ঢাকার কনসার্টটি হবে মানিক মিয়া অ্যাভিনিউতে। কনসার্টে অংশ নেবেন জেমস, নীলা, পড়শী, জেফার, অনিমেষ রায়, মাহাথিম সাকিব, আলেয়া বেগম, মিফতা জামানসহ জনপ্রিয় শিল্পীরা। এছাড়া কনসার্টে থাকছে ফিডব্যাক, শিরোনামহীন, অ্যাফিক ব্যান্ড।
চট্টগ্রামের কনসার্টটি হবে নগরীর এমএ আজীজ স্টেডিয়ামে। অংশ নেবে মাইলস, নাটাই, সাবকন্সিয়াস, বে অব বেঙ্গল ব্যান্ড।
এছাড়া কনসার্টে অংশ নেবেন ইমরান, কোনাল, শুভ্র, মৌসুমী ও মিথুন বাবু।
বগুড়ায় এখন পর্যন্ত দুটি ভেন্যুতে কনসার্ট আয়োজনের কথা চলছে। এর মধ্যে একটি আলতাফুন্নেসা খেলার মাঠ, অন্যটি সরকারি আজিজুল হক কলেজ খেলার মাঠ। বগুড়ার কনসার্টে অংশ নেবে আর্টসেল, অ্যাভয়েড রাফা, ভাইকিংস, বাগধারা ব্যান্ড। এছাড়া কনসার্টে অংশ নেবেন কনকচাঁপা, অমিয়া ও লুইপা।
খুলনার কনসার্টে অংশ নেবে ওয়ারফেজ, সোনার বাংলা, রাইফেলস, কুঁড়েঘর ৫, ভাগ্যক্ষণ। এছাড়াও তাহসান, জয় শাহরিয়ার, লিজা ও পলাশ থাকবেন।