শুক্রবার

,

৪ঠা এপ্রিল, ২০২৫

২০৩১ নারী ফুটবল বিশ্বকাপ আমেরিকায়, ২০৩৫ যুক্তরাজ্যে

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডেই হতে পারে আসরটি। ৩ এপ্রিল বেলজিয়ামের বেলগ্রেডে উয়েফার এক সভায় বিষয়টি নিশ্চিত করেছেন ফিফা সভাপতি।

ফিফা সভাপতি ইনফান্তিনো বলেন, ‘আমি নিশ্চিত করছি যে ২০৩১ (আমেরিকা) ও ২০৩৫ (যুক্তরাজ্য) বিশ্বকাপের জন্য আমরা একটি করে বৈধ বিড পেয়েছি।’

৩১ মার্চ ছিল বিড জমা দেওয়ার শেষ সময়, যেখানে একমাত্র যুক্তরাজ্যই আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে।

আগামী বছর পুরুষ বিশ্বকাপ আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। জুন-জুলাইয়ে প্রথমবারের মত বর্ধিত কলেবরের এই বিশ্বকাপ আয়োজিত হবে। যেখানে ৩২টি দলের পরিবর্তে ৪৮টি দল অংশ নিবে।

ফিফা ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে ২০৩০ পুরুষ বিশ্বকাপ মরক্কো, স্পেন ও পর্তুগালে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে তিনটি ম্যাচ দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠিত হবে।

এরপর ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হয়েছে সৌদি আরব।