আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) প্রধান জেনারেল টিমোথি হফকে বৃহস্পতিবার বরখাস্ত করা হয়েছে। শুক্রবার দেশটির দু’জন বর্তমান ও একজন সাবেক কর্মকর্তার বরাতে ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে।
ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, এনএসএ প্রধান হিসেবে এক বছরেরও বেশি সময় দায়িত্ব পালনের পর টিমোথি হফকে বরখাস্ত করা হয়। তিনি আমেরিকার সাইবার কমান্ডের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
টিমোথির পাশাপাশি তাঁর সহকারী এবং এনএসএর উপপরিচালক ওয়েন্ডি নোবেলকেও বরখাস্ত করা হয়েছে। তবে ওয়েন্ডিকে পেন্টাগনের অফিস অব দ্য আন্ডার সেক্রেটারি অব ডিফেন্স ফর ইন্টেলিজেন্সের একটি দায়িত্ব দেওয়া হয়েছে।
তাঁদের বরখাস্তের বিষয়ে মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি পেন্টাগন।
এদিকে এনএসএর ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে আমেরিকার সাইবার কমান্ডের ডেপুটি কমান্ডার উইলিয়াম জে. হার্টম্যানের নাম ঘোষণা করা হয়েছে। এনএসএর নির্বাহী পরিচালক শিলা থমাসকে সংস্থাটির ভারপ্রাপ্ত উপপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এনএসএ হলো আমেরিকান সরকারের সবচেয়ে বড় এবং সবচেয়ে গোপন গোয়েন্দা সংস্থা। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এনএসএর পরিচালক হিসেবে নিয়োগ পান টিমোথি হফ।
এর আগে অভিজাত সাইবার ন্যাশনাল মিশন ফোর্সের কমান্ডারসহ বেশ কয়েকটি সরকারি সাইবার নিরাপত্তাবিষয়ক সংস্থায় দায়িত্ব পালন করেন তিনি।
সূত্র : এএফপি