বুধবার

,

১৬ই এপ্রিল, ২০২৫

ফের নতুন সংসারের ইঙ্গিত দিলেন মাহিয়া মাহি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

চিত্রনায়িকাদের ব্যক্তিগত জীবনে প্রেম, বিয়ে ও বিচ্ছেদ নিয়ে বিনোদন সাংবাদিকেরা যেমন সংবাদ তুলে ধরতে আগ্রহী থাকেন। তেমনি আলোচনায় থাকতে অভিনেতা-অভিনেত্রীরাও সামাজিক যোগাযােগমাধ্যমে জীবনের নানা ঘটনা তুলে ধরেন তাদের ভক্তদের জন্য।

চিত্রনায়িকা মাহিয়া মাহিও এর ব্যতিক্রম না। ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন এ ঢালিউড অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বেশ সরব। অভিনয়ের বাইরেও জীবনের নানা মুহূর্ত তিনি ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। এবার ফেসবুকে একটি আবেগঘন ও ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে আলোচনা সৃষ্টি করেছেন। কেননা নতুন করে সংসার গোছানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।

শুক্রবার মাহিয়া মাহি তার ফেসবুক পোস্টে লাভ ইমোজি জুড়ে দিয়ে লেখেন, খুব সুন্দর একটা সংসার গোছাব, ঠিক আছে? কখনো লবণ কম, কখনো বেশি, আবার কখনো ভাত গলে গিয়ে জাউ হতে হতে একদিন খুব মজার রান্না করতে শিখে যাব তোমার জন্য।

অভিনেত্রী লিখেছেন, কফি খেতে খেতে কিংবা গাড়িতে কোনো লং জার্নিতে আমরা অন্য সব বোরিং কাপলগুলোর মতো ফেসবুক স্ক্রলিং করব না। বরং আমরা তুমুল গল্প করব, হাসব, হাসাব—খুব সুন্দর একটা সংসার গোছাবো আমরা।

মাহি আরো লেখেন, সিনেমার নায়ক-নায়িকাদের মতো ভালোবাসা না থাকুক, প্রচণ্ড মায়া যেন থাকে সেখানে। যে মায়াতে আমার ভেজা চোখ তোমার ভেতরটা দুমড়ে-মুচড়ে দেবে। যে মায়া আমাদের মৃত্যু অব্দি একসাথে রাখবে।

গত বছরের ১৬ ফেব্রুয়ারি মাহিয়া মাহি ফেসবুকে তার বিচ্ছেদের খবর জানিয়েছিলেন। তারপর থেকে সন্তানকে নিয়ে একাই আছেন অভিনেত্রী।

অভিনেত্রীর এই পোস্টের পর ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে কি আবার নতুন করে সংসার শুরু করতে যাচ্ছেন তিনি? যদিও এ নিয়ে এখনো মুখ খোলেননি অভিনেত্রী, তবুও জল্পনা-কল্পনা চলতে থাকবে সামাজিক যোগাযোগমাধ্যমে। আবেগঘন এ লেখায় এরই মধ্যে হাজারো লাইক, কমেন্ট আর শেয়ারে ভরে গেছে মাহির টাইমলাইন।