মঙ্গলবার

,

৮ই এপ্রিল, ২০২৫

বৈশ্বিক মানবিক সহায়তা কমানোর ঘোষণা আমেরিকার

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকা আর বিশ্বজুড়ে মানবিক সহায়তার প্রধান ভূমিকা পালন করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ভূমিকম্পবিধ্বস্ত মায়ানমারে আমেরিকা পর্যাপ্ত ত্রাণ পাঠায়নি বলে সমালোচনার মধ্যে তিনি এসব কথা বলেন। খবর রয়টার্স।

শুক্রবার ব্রাসেলসে রুবিও বলেন, ‘আমরা বিশ্বের সরকার নই। আমরা অন্যান্য দেশের মতোই মানবিক সহায়তা প্রদান করব ও নিজেদের যথাসাধ্য চেষ্টা করব। তবে আমাদের অন্যান্য চাহিদার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে।’

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম দিনেই আমেরিকার বৈদেশিক সহায়তার ওপর ৯০ দিনের নিষেধাজ্ঞা জারি করেন। ফলে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) অনেক গুরুত্বপূর্ণ কাজ বন্ধ হয়ে যায়। এতে সারা বিশ্বের ত্রাণ কার্যক্রম এলোমেলো হয়ে যায়।

মার্কো রুবিও বলেন, ‘‌আমেরিকা বিশ্বব্যাপী মানবিক সহায়তার ৬০-৭০ শতাংশ বহন করবে, এটা আশা করা ন্যায্য নয়। বিশ্বে আরো অনেক উন্নত দেশ আছে, যারা এগিয়ে আসতে পারে।’ এ সময় তিনি বিশেষভাবে চীন ও ভারতের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ‘‌আমরা বিশ্বের সবচেয়ে ধনী দেশ হলেও আমাদের সম্পদ সীমিত। আমাদের বিশাল জাতীয় ঋণ রয়েছে। আমাদের অনেক ঋণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ আছে। তাই আমাদের অগ্রাধিকার ঠিক করা দরকার। আমরা সাহায্য করব, তবে অন্য কাজগুলোও আমাদের দেখতে হবে।’

সম্প্রতি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারে ২ মিলিয়ন ডলার সাহায্যের প্রস্তাব করেছে আমেরিকা। ওয়াশিংটন একটি তিন সদস্যের মূল্যায়ন দল পাঠানোর কথাও বলেছে। তবে সামরিক শাসকদের কাছ থেকে ভিসা পেতে দেরি হওয়ায় তাদের পৌঁছতে দেরি হয়েছে।

এর আগে আমেরিকা নিয়মিতভাবে সুনামি, ভূমিকম্প ও বিশ্বব্যাপী অন্যান্য দুর্যোগের প্রতিক্রিয়ায় দ্রুত দক্ষ উদ্ধারকর্মী পাঠাত। কিন্তু বর্তমানে তারা তাদের নীতিতে পরিবর্তন আনছে।