বাইডেন প্রশাসনের সময় সিবিপি ওয়ান অ্যাপ ব্যবহার করে আমেরিকায় আসা প্রায় ৯ লাখ ৮৫ হাজার অভিবাসীর প্যারোল স্ট্যাটাস (অস্থায়ী বৈধ অবস্থান) বাতিল করেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘোষণা দেন ডিএইচএস।
সীমান্তে প্রবেশের অ্যাপয়েন্টমেন্ট নিতে সিবিপি ওয়ান অ্যাপ ব্যবহার করেছিলেন এই অভিবাসীরা এবং অনেকেই আমেরিকায় আশ্রয়ের আবেদন করতে ও অস্থায়ীভাবে কাজ করার অনুমতি পেয়েছিলেন।
এক বিবৃতিতে ডিএইচএস বলেছে, বাইডেন প্রশাসন প্যারোলের ক্ষমতার অপব্যবহার করে লক্ষ লক্ষ অবৈধ অভিবাসীকে আমেরিকায় প্রবেশ করতে দিয়েছে, যার ফলে ইতিহাসের সবচেয়ে খারাপ সীমান্ত সংকট আরও তীব্র হয়েছে। ফেডারেল আইনের অধীনে, প্রেসিডেন্টের সমর্থনে সচিব ক্রিস্টি নোয়েমের প্যারোল বাতিলের পূর্ণ ক্ষমতা রয়েছে। এই প্যারোল বাতিল একটি প্রতিশ্রুতি পূরণ-সীমান্ত সুরক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য।
প্রশাসন ইতিমধ্যেই সংশ্লিষ্ট অভিবাসীদের ইমেইল পাঠানো শুরু করেছে, তাতে তাদের বলা হচ্ছে তারা যেন ‘সিবিপি হোম’ নামের অ্যাপের মাধ্যমে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যান-এই অ্যাপটি ট্রাম্প প্রশাসনের সংস্করণ।
তবে ‘ইউনাইটিং ফর ইউক্রেন’ প্রোগ্রামে আসা ইউক্রেনীয় নাগরিক এবং ‘অপারেশন অ্যালাইস ওয়েলকাম’-এর আওতায় আসা আফগানদের ওপর এই সিদ্ধান্তের প্রভাব পড়বে না।
এর আগে ডিএইচএস কিউবা, হাইতি, নিকারাগুয়া এবং ভেনেজুয়েলার নাগরিকদের প্যারোলও বাতিল করেছে। এই সিদ্ধান্তের ফলে প্রভাবিত ৫লাখের বেশি মানুষ ২৪ এপ্রিলের মধ্যে তাদের অবস্থান হারাবেন।
প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম কার্যদিবসেই সিবিপি ওয়ান অ্যাপ স্থগিত করেছিলেন, যার ফলে হাজার হাজার মানুষ, যাদের অ্যাপয়েন্টমেন্ট ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত ছিল তারা সকলেই সীমান্তে আটকে পড়েন।