শুক্রবার

,

১৮ই এপ্রিল, ২০২৫

উত্তপ্ত মুর্শিদাবাদ, মুসলিমদের পাশে থাকার আশ্বাস মমতার

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ভারতে বিতর্কিত ওয়াক্ফ আইনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। বুধবার বেলা বাড়তেই উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকায়। ১৬৩ ধারা জারি থাকা সত্ত্বেও রণক্ষেত্রে পরিণত হয় জঙ্গিপুরের সুতি এলাকা।

ভারতে মুসলিম ও বিরোধী দলগুলোর প্রবল আপত্তির মধ্যেই মঙ্গলবার বিতর্কিত ওয়াক্ফ আইনটি কার্যকর হয়েছে।

এরই মধ্যে এই আইনের বৈধতা চ্যালেঞ্জ করে এ পর্যন্ত অন্তত ১৫টি মামলা হয়েছে। দেশটির সুপ্রিম কোর্টে এ বিষয়ে শুনানি ১৬ এপ্রিল শুরু হবে।

বুধবার জঙ্গিপুরের আহিরন এলাকায় জাতীয় সড়কে বিক্ষোভকারীদের মিছিলে পুলিশ বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।

মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদের জঙ্গিপুরে মুসলিম ছাত্র ও যুব সংগঠনের ডাকে আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। এরপর পরিস্থিতি উত্তপ্ত হলে ওই এলাকায় ১৬৩ ধারা জারি করেছে প্রশাসন। বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা।

এদিকে ওয়াক্ফ আইন নিয়ে উত্তেজনাকর পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুসলিমদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘দিদি’ হিসেবে তিনি মুসলিমদেরও পাশে থাকবেন এবং তাদের সম্পত্তি রক্ষা করবেন। ওয়াক্ফ আইন পশ্চিমবঙ্গে কার্যকর হবে না বলেও জানান মমতা।

মমতা বলেন, ‘আপনারা ভরসা রাখুন, পশ্চিমবঙ্গে এমন কিছু হবে না যাতে বিভাজন হয়। সবাইকে একসঙ্গে থেকে বাঁচতে হবে।’

মমতা আরো বলেন, ‘আপনারা সবাই একসঙ্গে বাঁচার কথা বলুন। কেউ কেউ রাজনৈতিক প্ররোচনা দেয়। আমি বলছি, দিদি আছে, দিদি আপনাদের রক্ষা করবে। আপনাদের সম্পত্তি রক্ষা করবে। কেউ উসকানিতে পা দেবেন না।’