মঙ্গলবার

,

১৫ই এপ্রিল, ২০২৫

পুনরায় বানানো হচ্ছে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নতুন করে বানানো হচ্ছে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফ। শনিবার রাতেই থার্মোকল দিয়ে আবার ফ্যাসিবাদের মুখাকৃতি বানানোর কাজ শুরু হয়। আজ রাতের মধ্যেই পুরো কাজ শেষ হবে বলে জানা গেছে। নতুন করে তৈরি করা এই ‘মোটিফের’ উচ্চতা হবে প্রায় ১৬ ফুট।

আর কয়েকঘণ্টা পরই সারাদেশে উদ্‌যাপিত হতে যাচ্ছে বাংলা নববর্ষ-১৪৩২। ঢাকার সময় সোমবার সকাল ৯টায় শুরু হবে আনন্দ শোভাযাত্রা। নতুন বছরকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রস্তুতিও প্রায় শেষ। শোভাযাত্রার জন্য বানানো মোটিফ ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ পুড়ে যাওয়ার পর সেটি পুনরায় বানাচ্ছেন চারুকলার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। জুলাই বিপ্লবকে যারা বাধা দিতে চায়, তাদের বিরুদ্ধে জবাব দিতে নতুন করে এটি বানানো হচ্ছে বলে বেশ কিছু শিক্ষার্থী অভিমত ব্যক্ত করেন। ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ নিয়েই তারা শোভাযাত্রায় অংশ নেবেন, জানান তারা।

এর আগে বর্ষবরণ শোভাযাত্রার জন্য তৈরি করা ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ পোড়ানো জুলাইকে চ্যালেঞ্জ করে ফ্যাসিবাদের দোসরদের করা কাজ বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি শনিবার বেলা দুইটার দিকে সিলেট সার্কিট হাউসের সম্মেলনকক্ষে সংবাদ ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

ফারুকী বলেন, ‘বাংলাদেশের মানুষের সম্মিলিত শক্তির সামনে এই সব ঠুনকো দুষ্কৃতকারীদের আসলে কিছু করার ক্ষমতা নেই।

উল্লেখ্য, শনিবার ভোরে দুষ্কৃতিকারীরা ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ পুড়িয়ে ফেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘১২ এপ্রিল, ভোর ৪:৫০ এর দিকে, কে বা কারা চারুকলা অনুষদের দক্ষিণ গেটের কাছে প্যান্ডেলের ভেতরে রাখা বিভিন্ন প্রতীকী মোটিফের মধ্যে ভয়ংকর ফ্যাসিস্টের মোটিফটিতে আগুন ধরিয়ে দিয়েছে।’

অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পুলিশ মামলার তদন্ত করছে।