পেনসিলভানিয়ার হারিসবার্গে গভর্নরের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে নিরাপদে সরানো হয়েছে গভর্নর জোশ শাপিরো ও তার পরিবারকে।
রবিবার শাপিরোই এই খবর নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
পেনসিলভানিয়া স্টেট পুলিশ জানিয়েছে, এটি একটি পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনের সময় গভর্নর শাপিরো ও তার পরিবারের সদস্যরা ভবনে অবস্থান করছিলেন। তবে তাদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হননি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে-এ শাপিরো জানিয়েছেন, ‘ঈশ্বরের কৃপায় কেউ আহত হয়নি, আগুনও নিভিয়ে ফেলা হয়েছে।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গভর্নর ও পেনসিলভেনিয়া রাজ্য কর্তৃপক্ষ একে অগ্নিসংযোগ অ্যাখ্যা দিলেও এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটকের কথা জানানো হয়নি। তবে ঘটনায় সংশ্লিষ্ট কাউকে গ্রেফতারে সহায়ক তথ্যের জন্য কর্তৃপক্ষ ১০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে।
জানা গেছে, অগ্নিকাণ্ডটি ঘটে ইহুদি ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব ‘পাসওভার’-এর প্রথম রাতে। গভর্নর শাপিরো ও তার পরিবার হারিসবার্গে সরকারি বাসভবনে উৎসবটি উদযাপন করছিলেন। রাত আনুমানিক ২টার দিকে গভর্নর শাপিরো স্টেট পুলিশের দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম থেকে জেগে ওঠেন।
হারিসবার্গ ফায়ার ব্যুরো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর সময় পুলিশ সদস্যরা শাপিরো ও তার পরিবারের সদস্যদের বাসভবনের নিরাপদ অংশ থেকে সরিয়ে নেন।
স্টেট পুলিশ জানিয়েছে, আগুনে বাসভবনের একটি অংশে “গুরুতর ক্ষয়ক্ষতি” হয়েছে। তবে শাপিরো পরিবার বাসভবনের অন্য একটি অংশে অবস্থান করায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।