শনিবার

,

১৯শে এপ্রিল, ২০২৫

দেশের মাটিতে খেলেই অবসর নিতে চান সাকিব

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

জাতীয় দলের হয়ে অন্তত বছর দুয়েক খেলতে চান বাংলাদেশের ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব পুরোনো সেই বাসনা আরেকবার জানিয়েছেন।

টি-টোয়েন্টিকে বিদায় বলা সাকিব আনুষ্ঠানিকভাবে এখনও দুটি ফরম্যাটে খেলছেন। লাল-সবুজের জার্সিতে খেলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপও নিয়েছেন।

দেশের শীর্ষস্থানীয় একটি ইংরেজি পত্রিকাকে সাকিব বলেছেন, ‘আমি এখনো চাই, বাংলাদেশের হয়ে খেলেই ক্রিকেট থেকে অবসর নিতে। যদি কখনো সুযোগ হয়, তাহলে ১-২টি সিরিজ কিংবা আরো ১ বছর খেলার পরিকল্পনা করব। আমার সবথেকে বড় ইচ্ছে হলো, আমার দেশের হয়ে খেলা। সেজন্য আমার সবটুকু বিসর্জন দিতেও রাজি আছি। এই ইচ্ছে পূরণের জন্যই কাজ করছি এবং সবটুকু চেষ্টা চালিয়ে যাচ্ছি। ক্রীড়া উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং বোর্ড সভাপতির সঙ্গে কথা বলছি।’

গত সাত মাস দেশের ক্রিকেটের সঙ্গে যোগাযোগ নেই সাকিবের। জুলাই আন্দোলনের পর থেকে দেশেও ফেরা হয়নি। তবে স্বপ্নটা এখনও দেখছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের এমপি সাকিব। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর গত নির্বাচনে সংসদ সদস্য হওয়া সাকিব হত্যা ও দুর্নীতির বেশ কয়েকটি মামলাতে আসামী হওয়ায় তার স্বপ্ন ও পরিকল্পনা কতোটুকু বাস্তবে পরিণত হয়, তা সময়ই বলে দেবে।