শনিবার

,

১৯শে এপ্রিল, ২০২৫

ফ্লোরিডায় বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ২, আহত ৬

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বন্দুক ব্যবহার করে তাঁর ছেলে একটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছেন। এতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তারা এই কথা জানিয়েছেন।

প্রতিক্রিয়ায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এটি একটি ‘ভয়ংকর’ এবং ‘লজ্জাজনক’ ঘটনা।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস জানান, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে। ঘটনার পর শুক্রবার পর্যন্ত সব ক্লাস এবং সপ্তাহান্তের সব ক্রীড়া প্রতিযোগিতা বাতিল করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য জারি করা হয় সতর্কতা।

পুলিশ জানায়, অভিযুক্ত বন্দুকধারী ২০ বছর বয়সী ফিনিক্স ইকনার ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের ওপর গুলি চালাতে শুরু করেন। এতে হতাহতের এই ঘটনা ঘটে। তবে হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

পরে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী তাঁকে গুলি করে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ছিলেন না। তবে তাঁদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

আতঙ্কিত শিক্ষার্থীরা জানান, হঠাৎ করে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দে প্রকম্পিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ সময় অনেকেই আতঙ্কে ছোটাছুটি করেন। অনেকে প্রাণ বাঁচাতে নিরাপদ স্থানে আশ্রয় নেন। অনেক ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালানোর শব্দ পেয়েছিলেন বলে জানান।

ফ্লোরিডার রাজধানী টালাহাসি পুলিশপ্রধান লরেন্স রেভেল এক বিবৃতিতে বলেন, ‘হাসপাতালে ভর্তি করা হয়েছে ইকনারকে। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক নয়।’

অঙ্গরাজ্যটির লিওন কাউন্টি শেরিফ ওয়াল্ট ম্যাকনিল বলেন, ‘দুর্ভাগ্যবশত তার একটি বন্দুক তার ছেলের নাগালের মধ্যেই ছিল। এই বন্দুকটি ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে একটি।’