বৃহস্পতিবার

,

২৪শে এপ্রিল, ২০২৫

গাজার মানুষ অকল্পনীয় দুর্ভোগ সহ্য করছে: ইউএনআরডাব্লিউএ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

গাজায় আবারও যুদ্ধবিরতি চেয়ে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডাব্লিউএ বলেছে, গাজার সাধারণ মানুষ অকল্পনীয় দুর্ভোগ সহ্য করছে।

সোমবার সংস্থাটি বলেছে, গাজার একটি বড় অংশ শিশু, নারী ও সাধারণ মানুষ। ফিলিস্তিনি জনগণের ওপর চালানো সমষ্টিগত শাস্তিকে কোনো কিছু দিয়েই ন্যায্যতা দেওয়া যায় না।

ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণ ও ত্রাণ প্রবেশে অবরোধের মুখে গাজার মানুষ দুর্বিষহ দিন কাটাচ্ছে।

ইসরায়েলের অবরোধের মুখে গত ৫০ দিনেরও বেশি সময় ধরে খাবার, ওষুধসহ কোনো ধরনের ত্রাণসামগ্রী গাজায় ঢুকতে পারছে না। বিশ্ব খাদ্য সংস্থা বলেছে, গাজায় এখন খাদ্য দরকার। গাজার পানিসংকট আরো তীব্র হচ্ছে। অর্ধেকের বেশি পানি ও পয়োনিষ্কাষণ ব্যবস্থার সুবিধা মিলছে না।

খাবার পানি সরবরাহের মাত্রা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণে গাজার ভবনগুলো বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত ভবনগুলোতে চাপা পড়ছে মানুষ। জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচ) বলেছে, গাজার মানুষের কাছে ধ্বংসস্তূপ সরানোর মতো ভারী যন্ত্রপাতি ও সরঞ্জাম নেই।

সেই সঙ্গে উদ্ধারকর্মীরাও নিহত হচ্ছেন। এতে হতাহত উদ্ধারকাজ আরো কঠিন হয়ে পড়ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার স্থানীয় সময় দুপুরে বলেছে, সবশেষ ২৪ ঘণ্টায় ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৬২ জন। এ নিয়ে ১৮ মাসে ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমাবর্ষণে নিহতের সংখ্যা ৫১ হাজার ২৪০ জনে দাঁড়িয়েছে।
আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৬ হাজার ৯৩১ জন।