দুটি গুরুত্বপূর্ণ নিরাপত্তাত্রুটির সমাধান করে চলতি সপ্তাহে আইওএস ১৮.১.১ হালনাগাদ প্রকাশ করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির তথ্যমতে, আগের সংস্করণে থাকা নিরাপত্তাত্রুটিগুলো কাজে লাগিয়ে দূর থেকে ব্যবহারকারীর যন্ত্রে প্রবেশ করে বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে পারে হ্যাকাররা। ফলে হালনাগাদটি ইনস্টল না করলে ব্যবহারকারীর আইফোন ঝুঁকিতে পড়তে পারে। অ্যাপলের এই সতর্কবাতা পেয়ে দ্রুত হালনাগাদটি ইনস্টল করেন আইফোন ব্যবহারকারীরা। কিন্তু হালনাগাদ ইনস্টলের পর আইফোনের ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যাচ্ছে বলে অনেক আইফোন ব্যবহারকারী অভিযোগ করছেন।
ভুক্তভোগী এক ব্যবহারকারী খুদে ব্লগ লেখার সাইট এক্সে অভিযোগ করেন, আইওএসের নতুন হালনাগাদ ইনস্টল করার পর আইফোনের ব্যাটারি পুরো চার্জ করার পরও মাত্র সাত–আট ঘণ্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। আরেকজন ভুক্তভোগী জানান, আইওএস ১৮.১.১ হালনাগাদের পর ব্যাটারির ক্ষমতা আগের তুলনায় অর্ধেক হয়ে গেছে।
ভুক্তভোগী আইফোন ব্যবহারকারীদের অভিযোগের বিষয়ে বরাবরের মতো কোনো মন্তব্য করেনি অ্যাপল। তবে বিশেষজ্ঞদের তথ্যমতে, হালনাগাদ ইনস্টলের পর ব্যাটারি সমস্যা নিয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। কারণ, হালনাগাদ ইনস্টল করার পর সাময়িক সময়ের জন্য ব্যাটারি ব্যাকআপ কমে যাওয়া স্বাভাবিক। কারণ, নতুন অপারেটিং সিস্টেম ইনস্টল করার পর আইফোনের ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কার্যক্রম চালু থাকে। এসব কাজ সম্পন্ন হতে সময় নেয়। ফলে ব্যাটারি ব্যাকআপ কমে যেতে পারে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, হালনাগাদ ইনস্টল করার পর যদি ব্যাটারির সমস্যা দীর্ঘস্থায়ী হয়, তাহলে ফোনের ব্যাটারির সক্ষমতা যাচাই করতে হবে। ব্যাটারি পুরোনো হলে চার্জ ধরে রাখার ক্ষমতা কমে যায়। এ ছাড়া ওয়াই–ফাই অ্যাসিস্ট চালু রয়েছে কি না, সেটিও যাচাই করে নেওয়া যেতে পারে। পাশাপাশি চার্জের সময় ফোন কেস ব্যবহার থেকে বিরত থাকতে হবে।