বুধবার

,

৫ই ফেব্রুয়ারি, ২০২৫

ইমরানের মুক্তির দাবিতে অনঢ় পিটিআই, পাকিস্তানে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। রাজধানী ইসলামাবাদসহ বিভিন্ন স্থানে বিক্ষোভে ফেটে পড়েছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-এ-ইনসাফের (পিটিআই) নেতা-কর্মীরা। তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। লাঠিপেটা, কাঁদানে গ্যাস, গাড়িচাপার মতো ঘটনাগুলোও অবলীলায় ঘটেছে। এসবকে কেন্দ্র করে প্রতি মুহূর্তে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে।

অনঢ় অবস্থানে রয়েছে (পিটিআই) নেতা-কর্মীরা। মঙ্গলবার (২৬ নভেম্বর) পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর এসেছে। তারা সবাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

পুলিশ জানায়, গতকাল সোমবার রাতে ইসলামাবাদের শ্রীনগর হাইওয়েতে মোতায়েন রেঞ্জার্স বাহিনীর চার সদস্যকে দ্রুতগামী একটা গাড়ি চাপা দেয়। এতে চারজনই মারা যান। বিক্ষোভকারীরাই এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের অভিযোগ। এ ছাড়া বিক্ষোভকারীদের সংঘর্ষের সময় এক পুলিশ কর্মকর্তা গুলিতে নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। অন্যদিকে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে দুইপক্ষেই আহত হয়েছেন অনেকে।

বিক্ষোভকারীদের দাবি, ইমরানকে মুক্তি দিতে হবে। তারা একাট্টা হয়েছেন ইমরান খানের স্ত্রী ও সদ্য কারাগার থেকে মুক্ত বুশরা বিবির আহ্বানে। গোটা প্রতিবাদ কর্মসূচির নেতৃত্বে রয়েছেন বুশরা বিবি এবং খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। চলমান কর্মসূচিতে হাজার হাজার পিটিআই কর্মী অংশ নিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

বিশাল গাড়ির বহর নিয়ে সোমবার থেকেই ইসলামাবাদের ডি চকের উদ্দেশে রওনা হন পিটিআই নেতা-কর্মী ও সমর্থকরা। পরিস্থিতির কথা মাথায় রেখে প্রতিবাদ কর্মসূচির আগেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল চারদিক। বিপুল পরিমাণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। ইসলামাবাদের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় বিশালায়তনের শিপিং কনটেইনার এবং ব্যারিকেড বসিয়ে বাধা সৃষ্টি করা হয়।
বিবিসির খবর বলছে, গোটা ইসলামাবাদজুড়ে বিভিন্ন স্থানে সাত শর মতো শিপিং কনটেইনার বসানো হয়েছে পিটিআই কর্মীদের ডি চকে ঢুকতে বাধা দেওয়ার জন্য।

মঙ্গলবার পিটিআই কর্মীরা ইসলামাবাদের প্রধান মহাসড়ক শ্রীনগর হাইওয়ের জিরো পয়েন্টে পৌঁছালে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। ওই সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়েছে বলে অভিযোগ পুলিশের।

অন্যদিকে পিটিআই বলছে তাদের বহু নেতা-কর্মীকে আহত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পিটিআই নেতাদের দাবি, তাদের প্রতিবাদ কর্মসূচি ‘শান্তিপূর্ণ’ই ছিল। কিন্তু সরকার চাইছে একে সহিংস রূপ দিতে।

বিক্ষোভরত পিটিআই কর্মী-সমর্থকরা আরও দাবি করেছেন, তাদের ওপর অন্যায়ভাবে বল প্রয়োগ করা হচ্ছে। ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়া হচ্ছে, লাঠিচার্জ করা হচ্ছে।

বিবিসির খবর বলছে, ইসলামাবাদের ডি চকের উদ্দেশে রওনা হওয়া গাড়িবহর বাধা পেরিয়ে মঙ্গলবার সকালে ‘জিরো পয়েন্টে’ গিয়ে পৌঁছেছে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রেঞ্জার্স বাহিনীর চার সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার নির্দেশও দিয়েছেন।

বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় ইসলামাবাদ ও তার সংলগ্ন শহর রাওয়ালপিন্ডিতে জনসমাবেশ সোমবার ও মঙ্গলবার নিষিদ্ধ ছিল। রাজধানী ইসলামাবাদেরও সব স্কুল বন্ধ রাখা হয়েছিল। সূত্র: বিবিসি, গার্ডিয়ান