বুধবার

,

৫ই ফেব্রুয়ারি, ২০২৫

ট্রাম্প ও জাকারবার্গের নৈশভোজ : সম্পর্কের টানাপড়েনের অবসান

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের সম্পর্কে টানাপড়েন চলছিল দীর্ঘদিন ধরে। কিন্তু এবারে দুজন কাছে আসতে চলেছেন। গত বুধবার ফ্লোরিডার বিখ্যাত পাম বিচে অবস্থিত ট্রাম্পের মার-আ-লাগো বাসভবনে তাঁর সঙ্গে রাতের খাবারে অংশ নেন জাকারবার্গ। এ বিষয়ে ট্রাম্পের একজন উপদেষ্টা বলেন, আমেরিকাকে নতুন করে সাজাতে ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন করতে চান জাকারবার্গ।

এএফপি দেয়া সংবাদে জানা যায়, ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ অত্যন্ত সতর্কতার সঙ্গে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টা করছেন।

ট্রাম্পের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে জাকারবার্গের সম্পর্কে চিড় ধরেছিল। বিশেষকরে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে ট্রাম্পকে নিষিদ্ধ করেছিল মেটা। এ ঘটনার জের ধরে সম্প্রতি ট্রাম্প জাকারবার্গকে আজীবনের জন্য জেলে পাঠানোর হুমকি দিয়েছিলেন। মেটার এক মুখপাত্র বলেছেন, ‘মার্ক ডিনারের আমন্ত্রণ পেয়ে এবং নতুন প্রশাসনের সঙ্গে আলোচনার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।’ এক বিবৃতিতে ওই মুখপাত্র আরও বলেন, ‘আমেরিকান উদ্ভাবনের ভবিষ্যতের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়।’

ইতিমধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পকে সমর্থন দিয়ে তাঁর ঘনিষ্ঠ হয়ে উঠেছেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক। তাঁর সঙ্গে জাকারবার্গের সম্পর্কও তিক্ত। এর আগে ইলন মাস্ক জাকারবার্গকে লড়াইয়ের আহ্বান জানিয়েছিলেন। নির্বাচনের পর থেকে তিনি নিয়মিত মার–আ–লাগোতে যাচ্ছেন। ট্রাম্পের সঙ্গে বুধবারের রাতের খাবারে ইলন মাস্ক উপস্থিত ছিলেন কি না, তা জানা যায়নি।

ট্রাম্পের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার ফক্স নিউজকে বলেন, জাকারবার্গ স্পষ্ট করেছেন যে তিনি ট্রাম্পের নেতৃত্বে আমেরিকার নতুন পরিকল্পনাকে সমর্থন করতে চান।