বুধবার

,

৪ঠা ডিসেম্বর, ২০২৪
Search
Close this search box.

ভেনিজুয়েলায় আন্তর্জাতিক ফ্যাসিবাদবিরোধী প্রচার কমিটির যাত্রা শুরু

এটিভি ইউএসএ নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদ, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ-বিরোধী মূল্যবোধ রক্ষায় বিশ্বের বিভিন্ন দেশকে ঐক্যবদ্ধ করতে আন্তর্জাতিক ফ্যাসিবাদবিরোধী প্রচার কমিটি গঠন করেছে ভেনিজুয়েলা সরকার। ২৭ ও ২৮ নভেম্বর দু্ই দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটির যাত্রা শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রস্তাবিত উদ্যোগে এই মূল্যবোধের প্রতি বিশ্বের সব মানুষকে একত্রিত করার আহ্বান জানানো হয়েছে। ফ্যাসিবাদকে পরাজিত করার লক্ষ্যের দিকে আন্তর্জাতিক সম্প্রদায়কে পরিচালিত করাই এর উদ্দেশ্য।

পশ্চিমা দেশগুলোসহ সারা বিশ্বেই ফ্যাসিবাদের ক্রমবর্ধমান হুমকির মুখে ফ্যাসিবাদ ও উপনিবেশবাদ-বিরোধী প্রচার জরুরি বলে মন্তব্য করেন গিল।

অনুষ্ঠানে ৭৫টি দেশের প্রায় এক হাজার প্রতিনিধি অংশ নেন।