‘বিশ্বজুড়ে বাঙালিয়ানা” এই শ্লোগান নিয়ে শীঘ্রই পূর্ণাঙ্গ সম্প্রচারে আসতে যাচ্ছে এটিভি ইউএসএ। এরিমধ্যে টেলিভিশনটির পরীক্ষামূলক সম্প্রচার চলছে। তবে এরিমধ্যে কাজ শেষ হয়েছে অনলাইন পোর্টাল এবং অ্যাপসের। এর মধ্য দিয়ে এটিভি ইউএসএ পরিবারের সঙ্গে যুক্ত হতে চলেছে গুরুত্বপূর্ণ দুটি অনুসঙ্গ।
অনলাইন পোর্টাল www.atvusa.tv এবং অ্যাপস এর শুভযাত্রা উপলক্ষে নিউইয়র্ক সময় রবিবার (১ ডিসেম্বর, ২০২৪) সন্ধ্যায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জ্যামাইকার আশা পার্টি হলে আয়োজিত এই সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো: নাজমুল হুদা। সম্মানিত অতিথি থাকবেন বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস এর চেয়ারম্যান ও সাপ্তাহিক সাদাকালো পত্রিকার সম্পাদক আনোয়ার আলদীন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখবেন এটিভি ইউএসএ’র প্রতিষ্ঠাতা, আশা গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান, চেয়ারপার্সন এশা রহমান। স্বাগত জানিয়ে বক্তব্য রাখবেন এটিভি ইউএসএ’র স্টেশন চীফ শামীম আল আমিন। এ ছাড়া উপস্থিত অতিথিদের মধ্য থেকে প্রতিক্রিয়া জানাবেন অনেকে।
অনুষ্ঠানে এটিভি ইউএসএ’র লক্ষ্য ও পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে। সেই সম্পর্কে বড় পর্দায় দেখানো হবে এ সংক্রান্ত নানান পরিবেশনা। পরে সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী তৃনিয়া হাসান, জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী শিল্পী ও সঙ্গীত পরিচালক তানভীর তারেক। আবৃত্তি করবেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী গোপন সাহা, শুক্লা রায় এবং সৌরভ ইমাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন নিউইয়র্কের জনপ্রিয় উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়া।