চলতি (২০২৪-২৫) অর্থবছরের শুরু থেকে ধারাবাহিক বাড়ছে রেমিট্যান্স। দেশের অর্থনীতির সবচেয়ে উদ্বেগজনক সূচক বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভের অন্যতম প্রধান উৎস প্রবাসীদের পাঠানো অর্থের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরের পর নভেম্বর মাসেও ২ বিলিয়ন (২০০ কোটি) ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসীরা।
এ নিয়ে টানা চার মাস ধরে ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এলো। বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনও এমন দেখা যায়নি।
১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স প্রবাহের সাপ্তাহিক যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরের পঞ্চম মাস নভেম্বরে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ২২০ কোটি (২.২০ বিলিয়ন) ডলার দেশে পাঠিয়েছে। এই অঙ্ক গত বছরের নভেম্বরের চেয়ে ১৪ শতাংশ বেশি। ২০২৩ সালের নভেম্বরে ১৯৩ কোটি (১.৯৩ বিলিয়ন) ডলার পাঠিয়েছিল প্রবাসীরা।
সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) এক হাজার ১১৩ কোটি ৭৩ লাখ (১১.১৪ বিলিয়ন) ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ২৬ দশমিক ৪৪ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে ৮৮০ কোটি ৮৪ লাখ (৮.৮১ বিলিয়ন) প্রবাসী আয় এসেছিল।
বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ১২০ টাকা) হিসাবে টাকার অঙ্কে নভেম্বরে ২৬ হাজার ৪০০ কোটি টাকা পাঠিয়েছে প্রবাসীরা। প্রতিদিনের গড় হিসাবে এসেছে ৭ কোটি ৩৩ লাখ ডলার; টাকার অঙ্কে ৮৮০ কোটি ১৩ লাখ টাকা।
ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রবাসীদের পাঠানো অর্থের প্রবাহে যে ধাক্কা লেগেছিল তা কেটে গেছে; বাড়ছে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচক।
চলতি অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৮ লাখ (২.৪০ বিলিয়ন) ডলার দেশে পাঠায় প্রবাসীরা।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স কমেছিল। ওই মাসে ১৯১ কোটি ৩৭ লাখ (১.৯১ বিলিয়ন) ডলার পাঠিয়েছিল প্রবাসীরা। দ্বিতীয় মাস আগস্টে পাঠায় ২২২ কোটি ১৩ লাখ (২.২২ বিলিয়ন) ডলার। তৃতীয় মাস সেপ্টেম্বরে পাঠিয়েছিল ২৩৯ কোটি ৫১ লাখ (২.৩৯ বিলিয়ন) ডলার।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত-সহিংসতার জন্য সরকারকে দায়ী করে রেমিট্যান্স না পাঠাতে সোশাল মিডিয়ায় প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন কেউ কেউ।
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যাত্রা শুরু হয় অন্তর্বর্তী সরকারের; রেমিট্যান্স প্রবাহেও গতি ফেরে।