নান্দনিক আয়োজন আর স্নিগ্ধ বাঙালিয়ানার সাজে সেজে উঠেছিল নিউইয়র্কের জ্যামাইকার আশা পার্টি হল। রবিবার (১ ডিসেম্বর, ২০২৪) এটিভি ইউএসএ’র অনলাইন পোর্টাল এবং অ্যাপস-এর শুভযাত্রা উপলক্ষ্যে রীতিমতো তারার মেলা বসেছিল সেখানে।
‘বিশ্বজুড়ে বাঙালিয়ানা” এই শ্লোগান নিয়ে শীঘ্রই পূর্ণাঙ্গ সম্প্রচারে আসতে যাচ্ছে এটিভি ইউএসএ। এরিমধ্যে টেলিভিশনটির পরীক্ষামূলক সম্প্রচার চলছে, যা দর্শকদের দৃষ্টি কেড়েছে। তবে এরিমধ্যে এটিভি ইউএসএ পরিবারের সঙ্গে যুক্ত হয়েছে গুরুত্বপূর্ণ দুটি অনুষঙ্গ। আর আনুষ্ঠানিকভাবেই উদ্বোধন করা হলো অনলাইন পোর্টাল ও অ্যাপস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা। বিশেষ অতিথি ছিলেন আশা গ্রুপ এবং আশা মাল্টিমিডিয়ার প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান, চেয়ারপার্সন এশা রহমান। স্বাগত বক্তব্য রাখেন এটিভি ইউএসএ’র স্টেশন চীফ শামীম আল আমিন।
শারমিনা সিরাজ সোনিয়ার প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট জনেরা। এসময় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক বাংলাদেশ-এর সম্পাদক ড. ওয়াজেদ খান, টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, খলিল গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও মো. খলিলুর রহমান, কমিউনিটি বোর্ড মেম্বার ফাহাদ সোলায়মান, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, সাপ্তাহিক সাদাকালোর নির্বাহী সম্পাদক মোহাম্মদ কাশেম, চিত্রনায়ক নিরব, সাইমন সাদিক, নির্মাতা দেবাশিষ বিশ্বাস, রনি ভৌমিক, অভিনেত্রী নোভা, উপস্থাপিকা সাদিয়া খন্দকার, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার লিটু আনাম, ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন, কমিউনিটি একটিভিস্ট জিল্লুর রহমান সহ অনেকে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশা গ্রুপের ব্যবস্থাপক বোরহানুস সুলতান, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ, বিশিষ্ট রিয়েলটর মোহাম্মদ কবির, কমিউনিটি এক্টিভিস্ট ফরমান হোসাইনসহ অন্যরা।
আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। পরে অনুষ্ঠানে কাউন্ট ডাউনের মাধ্যমে অনলাইন পোর্টাল এবং অ্যাপস-এর উদ্বোধন করেন কনসাল জেনারেল মো. নাজমুল হুদা। এসময় কেক কেটে এই শুভক্ষণ উদযাপন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এটিভি ইউএসএ কে অভিনন্দন জানান বাংলাদেশের কনসাল জেনারেল। বক্তব্যে তিনি বলেন, “বস্তুনিষ্ঠ সংবাদ এবং চমৎকার সব অনুষ্ঠানের মধ্য দিয়ে এটিভি ইউএসএ এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা করছি”।
অনুষ্ঠানে দেয়া বক্তব্যে আকাশ রহমান ও এশা রহমান উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দায়িত্বশীল সাংবাদিকতা ও নির্মল বিনোদনের প্রতিশ্রুতি দিয়ে তারা সবাইকে পাশে থাকার অনুরোধ করেছেন।
স্টেশন চীফ শামীম আল আমিন এ সময় এটিভি ইউএসএ’র লক্ষ্য ও পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। সেই সম্পর্কে বড় পর্দায় দেখানো হয় এ সংক্রান্ত নানান পরিবেশনা।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ত্রিনিয়া হাসান, জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী শিল্পী ও সঙ্গীত পরিচালক তানভীর তারেক এবং ফিডব্যাক ব্যান্ড দলের ভোকাল আরিফ সুজন। আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী গোপন সাহা, শুক্লা রায় এবং সৌরভ ইমাম।
অনুষ্ঠানে সব ধরণের কারিগরী সহায়তা দিয়েছে পিংক নয়েজ। যন্ত্রসঙ্গীতে ছিলেন জিতু এবং মিথুন।