বুধবার

,

৫ই ফেব্রুয়ারি, ২০২৫

মুক্তি পাচ্ছে আবরারকে নিয়ে সিনেমা ‘রুম নম্বর ২০১১’

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আজ মুক্তি পাচ্ছে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা ‘রুম নম্বর ২০১১’। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে নিয়ে সিনেমাটি। ২০১৯ সালের ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে যাকে পিটিয়ে মেরে ফেলেছিলেন কতিপয় রাজনৈতিক কর্মী। এবার সেই ঘটনাকে কেন্দ্র করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিসান আহমেদ ও তার টিম। ‘এ সিনেমায় অভিনয় করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী।

বুয়েটের সেই ঘটনা আজও কাঁদায় সবাইকে। যদিও রুম নাম্বার ২০১১ সিনেমাটি সরাসরি বায়োপিক নয়। আর এটির চিত্রনাট্য লিখেছেন একই বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যত্বত্ত বিভাগের শিক্ষক আনন জামান।

জানা যায়, ৩ ডিসেম্বর রুম নাম্বার ২০১১ এর প্রিমিয়ার হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এরপর প্রদর্শনী হবে বুয়েটসহ দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এবং আমেরিকায়।