২০২৩ সালে বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত খাতের তালিকায় পাসপোর্ট অফিস শীর্ষে রয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দুর্নীতিগ্রস্ত খাতের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিআরটিএ ও তৃতীয় স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। সেবাখাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ ২০২৩ শিরোনামে প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ৩ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ তথ্য জানান।
ইফতেখারুজ্জামান জানান, ২০২৩ সালে সার্বিকভাবে দুর্নীতির শিকার হয়েছে ৭০ দশমিক ৯ শতাংশ খানা বা পরিবার এবং ঘুষের শিকার ৫০ দশমিক ৮ শতাংশ খানা। এক বছরে খানাগুলো গড়ে ঘুষ বা নিয়মবহির্ভূত অর্থ হিসেবে ৫৬৮০ টাকা দিতে বাধ্য হয়েছে। গড় ঘুষ প্রদানের পরিমান সবচেয়ে বেশি বিচারিক সেবা, ভূমি সেবা ও ব্যাংকিং খাতে বলে জানিয়েছে টিআইবি।
ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘মোট যে ঘুষ দিতে বাধ্য হয়েছে তার পরিমাণ ১০ হাজার ৯০২ কোটি টাকা, যেটি আমাদের খুচরা বছরের বাজেটের ১ দশমিক ৪৩ শতাংশ এবং জাতীয় আয়ের শূন্য দশমিক ২২ শতাংশ। আরেকটি বিষয় হলো তদারকির ঘাটতি।’
৮ বিভাগের ১৫ হাজার ৫১৫টি পরিবারের তথ্য এই জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৪ সালের ১৩ মে থেকে ৩ আগস্ট পর্যন্ত জরিপ পরিচালনা করা হয়।