বুধবার

,

৫ই ফেব্রুয়ারি, ২০২৫

বিলবোর্ডের তালিকায় শতাব্দীর সেরা পপ তারকা বিয়ন্সে

এটিভি ইউএসএ নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

এই সময়ে সবচেয়ে জনপ্রিয় পপ তারকার জরিপ করলে টেলর সুইফট এগিয়ে থাকবেন, কিন্তু হিসাবটা যখন এই শতকের; বিয়ন্সে সেখানে শীর্ষে থাকবেন তা সহজেই বোঝা যায়। সত্যিই বিলবোর্ডের একুশ শতকের সেরা পপ তারকার তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছেন ৪৩ বছর বয়সী গায়িকা।
একুশ শতকের সেরা ২৫ পপ তারকার তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন বিলবোর্ড। এ তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন মার্কিন গায়িকা বিয়ন্সে। ৩ ডিসেম্বর এই তালিকা প্রকাশ করে ম্যাগাজিনটি।

বিয়ন্সেকে তালিকার শীর্ষে জায়গা দেওয়ার কারণ ব্যাখ্যা করে বিলবোর্ড কর্তৃপক্ষ বলেন, “গত ২৫ বছরে বিয়ন্সের অ্যালবাম, একক গান, ইন্ডাস্ট্রি এবং শিল্পীদের মাঝে তার প্রভাব অতুলনীয়।”

বিলবোর্ডের এ তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন আলোচিত গায়িকার টেলর সুইফট। সাম্প্রতিক সময়ের সংগীত সফর দ্য ইরাস ট্যুর বিশ্বসংগীতে নতুন মাত্রা যোগ করেছে।

বারবাডিয়ান গায়িকা রিয়ান্না রয়েছেন তৃতীয় অবস্থানে । আর কানাডিয়ান র‍্যাপার ড্রেক জায়গা পেয়েছেন চার নাম্বারে। তালিকার পঞ্চম অবস্থানে রয়েছেন লেডি গাগা। যদিও ইদানিং গানের চেয়ে অভিনয় নিয়েই অধিক ব্যস্ত তিনি। কিন্তু বিশ্বসংগীতের শ্রোতারা জানেন, গায়িকা গাগা কতটা শক্তিশালী।