শুক্রবার

,

২৭শে ডিসেম্বর, ২০২৪

ম্যাক্রোঁ শিগগির প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন

এটিভি ইউএসএ নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

খুব শিগগির ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ৫ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ১০ মিনিটের এক ভাষণে এ কথা জানান তিনি। এ সময় তিনি নিজের পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করেছেন।

স্কাই নিউজ ও আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রেসিডেন্ট।

ভাষণে তিনি জানিয়েছেন,কয়েক দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। কারণ, তার দেশে রাজনৈতিক অচলাবস্থা চলতে পারে না।

মাত্র তিন মাসের মাথায় প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে পার্লামেন্টে আস্থা ভোটে হেরে পদত্যাগ করেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল দেশের সামাজিক নিরাপত্তা বাজেট নিয়ে তিনি বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছিলেন। এনিয়ে বেশকিছু দিন ধরে ফ্রান্সে রাজনৈতিক অচলাবস্থা চলছিল।

উল্লেখ্য, দেশের পরবর্তী বাজেট পাস করা নিয়ে আরো অচলাবস্থা দেখা দেয়। এক পর্যায়ে বিরোধী দলীয় এমপিরা বার্নিয়ে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলে তিনি হেরে যান।

এদিকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কে দায়িত্ব পাবেন- এ বিষয়ে আলোচনা চলছে সংশ্লিষ্টদের মধ্যে। সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিরক্ষামন্ত্রী সেবাস্টিয়ান লেকর্নু ও স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেলিউর নাম উল্লেখ করছেন অনেকেই।

তবে পার্লামেন্টের এক সংকটাপন্ন পরিস্থিতিতে কোনো প্রার্থীই বেশি সমর্থন জোগাড় করতে পারবেন না বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।