শুক্রবার

,

২৭শে ডিসেম্বর, ২০২৪

নিউইয়র্কে দোকানের কাচ ভেঙে স্বর্ণালংকার লুট

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে জ্যাকসন হাইটস এলাকায় একটি সোনার দোকানে লুটের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় আবিদ জুয়েলার্স নামের ওই দোকানের সামনের কাচ ভেঙে স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার তদন্ত করছে নিউইয়র্ক পুলিশ। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।

জ্যাকসন হাইটসের ৩৪ অ্যাভিনিউ ও ৭৪ স্ট্রিট এলাকায় ঘটনাটি ঘটার সময় জুয়েলার্সের মালিক দোকানের ভেতরেই ছিলেন। তিনি বলেন, সবকিছু তার চোখের সামনেই ঘটেছে। কিন্তু কিছু করার ছিল না।
তারা দোকানের বাইরের কাচ ভেঙে স্বণালংকার লুট করে। দরজা খুলতে খুলতেই তারা দৌড়ে পালিয়ে যায়।

তিনি আরো বলেন, গত ২০ বছরে এরকম লুটের ঘটনা ঘটেনি।