শুক্রবার

,

২৭শে ডিসেম্বর, ২০২৪

অভিশংসন থেকে বেঁচে গেলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, বিক্ষোভ থামেনি

এটিভি ইউএসএ নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

সামরিক আইন জারির কারণে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অভিশংসনে বিরোধী-নেতৃত্বাধীন একটি প্রস্তাব শনিবার ব্যর্থ হয়েছে। মূলত ইউনের দলীয় সদস্যদের অনুপস্থিতির কারণে ভোটাভুটিতে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জিত হয়নি। এ সময় পার্লামেন্টের বাইরে ব্যাপক বিক্ষোভ চলছিল, প্রেসিডেন্টের পদত্যাগের দাবীতে বিরোধীরা এখনো অনঢ়।

জাতীয় পরিষদের স্পিকার উ ওন-শিক বলেছেন, ‘মোট ১৯৫ ভোট পড়েছে। ভোট দেওয়া সদস্যের সংখ্যা মোট সদস্যের প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ হয়নি। তাই, আমি ঘোষণা করছি যে এই ভোট বৈধ নয়।’

এর আগে সামরিক আইন জারির ঘোষণায় দেশজুড়ে বিতর্ক ও সমালোচনার মুখে জাতির উদ্দেশে ক্ষমা চান প্রেসিডেন্ট ইউন সুক ইওল। তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম, তবে তা জনগণের মাঝে উদ্বেগ তৈরি করেছে। তাদের অসুবিধায় ফেলেছে। এজন্য আমি গভীর দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমাপ্রার্থী।

সরকারবিরোধী দলগুলো এখনও প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ইউনকে আরও রাজনৈতিক চাপ মোকাবিলা করতে হবে বলে ধারণা করা হচ্ছে।