বুধবার

,

৫ই ফেব্রুয়ারি, ২০২৫

ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও হত্যাকাণ্ডের সন্দেহভাজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার অন্যতম বৃহৎ স্বাস্থ্য বিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রায়ান থম্পসন হত্যার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নিউইয়র্ক প্রসিকিউটররা। নিউইয়র্ক পুলিশ ও এফবিআইয়ের যৌথ অভিযান সোমবার পেনসিলভিনিয়ার অ্যাল্টুনায় ওই ব্যক্তির গ্রেপ্তারের মাধ্যমে শেষ হয়। রয়টার্স এ খবর জানিয়েছে।

আটককৃত ব্যক্তি হচ্ছেন লুইজি ম্যানজিওন। তার বয়স ২৬ বছর। তাকে ম্যাকডোনাল্ডসের একটি আউটলেটে একা বসে থাকতে দেখে সেখানকার একজন গ্রাহক ও কর্মচারী পুলিশে খবর দেন। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম্যানজিওনকে গ্রেপ্তার করে।

পুলিশ স্টেশনে তার ব্যাকপ্যাক তল্লাশি করে একটি কালো ঘোস্ট গান পাওয়া যায়। এছাড়া বন্দুকের সঙ্গে একটি সাইলেন্সার এবং গুলি ভর্তি ম্যাগাজিনও পাওয়া যায়। তার কাছে থাকা পোশাক ও মাস্ক হত্যাকাণ্ডে ব্যবহৃত পোশাকের সঙ্গে মিলে যায় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সোমবার রাতে ম্যানজিওনকে অ্যাল্টুনার ব্লেয়ার কাউন্টি আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও জালিয়াতির অভিযোগ উত্থাপন করা হয়। নিউইয়র্ক প্রসিকিউটররা তার বিরুদ্ধে হত্যাসহ চারটি আগ্নেয়াস্ত্র সম্পর্কিত অভিযোগ এনেছেন।

ম্যানজিওন এখন পেনসিলভানিয়ার কারাগারে আছেন।

পেনসিলভানিয়ার প্রসিকিউটররা জানান, ম্যানজিওনের কাছে ভুয়া পরিচয়পত্র ও বড় অঙ্কের নগদ অর্থ ছিল। তাকে জামিন না দিয়ে আটক রাখা হয়। পুলিশ সন্দেহ করছে তিনি পালানোর পরিকল্পনা করছিলেন।

ম্যানজিওন মেরিল্যান্ডের বাসিন্দা। ২০১৬ সালে বাল্টিমোরের একটি প্রাইভেট স্কুল থেকে পাস করেন তিনি। পরে ২০২০ সালে ইউনিভার্সিটি অফ পেনসিলভিনিয়া থেকে প্রকৌশলে দ্বৈত ডিগ্রি অর্জন করেন।

পুলিশ জানিয়েছে, ম্যানজিওনের কাছে পাওয়া হাতে লেখা একটি চিঠি থেকে তার উদ্দেশ্য ও মানসিক অবস্থার ধারণা পাওয়া যায়। এ লেখায় কর্পোরেট আমেরিকার প্রতি তার বিদ্বেষ প্রকাশ পায়। তবে নির্দিষ্ট কোনও লক্ষ্যবস্তু উল্লেখ করা হয়নি।

পুলিশ এখন তদন্ত করছে ম্যানজিওনের কোনো সহযোগী ছিল কিনা এবং তিনি আরও কোনও হামলার পরিকল্পনা করেছিলেন কিনা। সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ ও উদ্ধারকৃত ইলেকট্রনিক ডিভাইস বিশ্লেষণের মাধ্যমে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, ৫০ বছর বয়সী ব্রায়ান থম্পসনকে ম্যানহাটনের একটি হোটেলের বাইরে পেছন থেকে গুলি করা হয়। হামলার কিছুক্ষণ আগে একটি কফি শপে সন্দেহভাজন হামলাকারীকে দেখা গিয়েছিল। ওই কফি শপের নিরাপত্তা ক্যামেরা থেকে তার ফুটেজ শনাক্ত করা হয়। পরে হামলাকারীর ছবি সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়েছিল। সে ছবি দেখেই ম্যাকডোনাল্ডের গ্রাহক ম্যানজিওনকে শনাক্ত করেন।