বুধবার

,

৫ই ফেব্রুয়ারি, ২০২৫

ইরাস ট্যুরের শেষ শোতে আবেগতাড়িত টেইলর সুইফট

এটিভি ইউএসএ নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

শেষ হয়েছে টেইলর সুইফটের দীর্ঘ কনসার্ট ট্যুর ‘ইরাস’। গত রোববার রাতে ভ্যাঙ্কুভারে যখন শেষের বাঁশি বেজেছিল, আবেগতাড়িত হন এই পপ তারকা।

গত বছরের ১৭ মার্চ আমেরিকার অ্যারিজোনা থেকে কনসার্ট ট্যুর শুরু করেছিলেন এ তারকা সংগীতশিল্পী। এরপর এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা ঘুরে রবিবার কানাডার ভ্যানকুভারে তিনটি শোয়ের মধ্য দিয়ে শেষ হয় এ দীর্ঘ সফর।

আগামী ১৩ ডিসেম্বর ৩৪ বছর বয়সী এ গায়িকার জন্মদিন। আর তাই ইরাস ট্যুরের শেষ রাতে ভ্যানকুভারে মঞ্চে ওঠার পর পরই টেইলর সুইফটকে তার ভক্ত-সমর্থকরা কয়েক মিনিট ধরে করতালি দিয়ে অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা জানান।

এ সময় ভক্তদের উদ্দেশ্যে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এ পপ তারকা। সুইফট তার এই সফরকে ‘সারা জীবনের অ্যাডভেঞ্চার’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ‘সবার পক্ষ থেকে আমি শুধু বলতে চাই, আপনারা আমাদের যে মুহূর্তটি উপহার দিয়েছেন তা আমরা কখনোই ভুলব না।’

২০ মাস ধরে চলা তাঁর এই ‘দ্য ইরাস ট্যুর’ অনেক কারণেই ঐতিহাসিক। ৫ মহাদেশের ৫৩টি শহরে ১৪৯টি শো করেছেন টেইলর সুইফট।

তিনি আরও বলেন, ‘এটি আমার পুরো জীবনে করা সবচেয়ে উত্তেজনাপূর্ণ ও চ্যালেঞ্জিং কাজ ছিল। আমরা এই সফরে ১০ মিলিয়নেরও বেশি লোকের জন্য পারফর্ম করেছি এবং আজ রাতে আমরা সুন্দর ভ্যানকুভারে আপনাদের জন্য একটি শেষ শো করতে যাচ্ছি।’

‘আজ অবধি আমার পুরো জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়ের অংশ হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ, আমার প্রিয় ইরাস ট্যুর’— গায়ক-গীতিকার ও শ্রোতাদের উদ্দেশ্যে বলেন টেইলর।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সুইফটের ইরাস ট্যুরের শেষ শো দেখার জন্য বিশ্বের প্রায় ৩ লাখ ভক্ত-অনুরাগী লাইভে যুক্ত হয়েছিলেন।

সুইফটের এই সফরে আয়ের সংখ্যা প্রকাশ করা হয়নি। তবে বাণিজ্য পত্রিকা পোলস্টারের মতে, এই সফরে আয়ের পরিমাণ ২ বিলিয়ন ডলারেরও বেশি।

বিশ্লেষকেরা অবশ্য বলেছেন, রেকর্ড টিকিট বিক্রি, জাস্টিন ট্রুডো, প্রিন্স উইলিয়ামের মতো রাজনীতিবিদের উপস্থিতি, টম ক্রুজের নাচ ছাড়াও টেলর সুইফটের এই কনসার্ট ট্যুর নানা কারণেই অভূতপূর্ব। পপ কালচারে এমন প্রভাব বিস্তারকারী কনসার্ট অন্তত চলতি শতকে দেখা যায়নি।