রবিবার

,

২২শে ডিসেম্বর, ২০২৪

ট্রিলিয়ন ডলার কোম্পানির খাতায় নাম আরেক আমেরিকান প্রতিষ্ঠানের

এটিভি ইউএসএ নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

নতুন একটি ট্রিলিয়ন ডলার বা এক লাখ কোটি ডলারের কোম্পানির আবির্ভাব ঘটেছে। এটি ব্রডকম, যারা সেমিকন্ডাক্টর বা চিপ তৈরি করে। কোম্পানিটির মূল্যমান এক ট্রিলিয়ন ডলারে পৌঁছে। আমেরিকায় হার্ডওয়্যার প্রস্তুতকারী কোম্পানির একটি সহযোগী হিসেবে ব্রডকমের জন্ম হয়েছিল। ব্রডকম এখন ধারণা করছে, যে ধরনের চিপ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিল্পে ব্যবহার করা হয়, তার চাহিদা বিপুলভাবে বাড়বে। এখনই বাজারে এ ধরনের চিপ হু হু করে বিক্রি হচ্ছে।

ব্রডকমের প্রধান নির্বাহী কর্মকর্তা হক ট্যান বলেন, ২০২৭ সাল নাগাদ কৃত্রিম বৃদ্ধিমত্তা ৬ থেকে ৯ হাজার কোটি ডলারের আয়ের সুযোগ সৃষ্টি করতে পারে। তাঁর এই বক্তব্যের পরই ব্রডকমের শেয়ারের দাম ২১ শতাংশ বেড়ে যায়।

ব্রডকমের সিইও হক ট্যান জানান, তাঁরা বড় দুটি গ্রাহক পেয়েছেন। ২০২৪ সালে কোম্পানিটি কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে থেকে ১ হাজার ২২০ কোটি ডলারের আয় পেয়েছিল। নতুন গ্রাহকের কাছ থেকে ব্রডকম ভালো ব্যবসা প্রত্যাশা করছে।

২০২৭ সাল নাগাদ ব্রডকম যদি কৃত্রিম বুদ্ধিমত্তা–সংক্রান্ত বাজারের ৭০ শতাংশ অংশীদারত্ব নিতে পারে, তাহলে কোম্পানিটি পাঁচ হাজার কোটি ডলার আয় করতে পারে।

রোজেনব্লাট সিকিউরিটিজের বিশ্লেষক হ্যান্স মোজেসম্যানের মতে, ২০২৭ সাল নাগাদ ব্রডকমের বাজার শেয়ার ২০ থেকে ৫০ শতাংশের মধ্যে হতে পারে।

চলতি বছরে ব্রডকমের শেয়ারের দাম ৬০ শতাংশের বেশি বেড়েছে। অ্যালফাবেটের বেড়েছে ৪০ শতাংশ। এই অ্যালফাবেটই হলো ব্রডকমের চিপের সবচেয়ে বড় ক্রেতা।