রবিবার

,

২২শে ডিসেম্বর, ২০২৪

ট্রাম্পের অভিষেক তহবিলে টেক-জায়ান্টদের অনুদান

এটিভি ইউএসএ নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিলে, টেক বিলিওনেয়ার জেফ বেযোস, মার্ক যাকারবার্গ এবং স্যাম অল্টম্যান প্রত্যেকে এক মিলিয়ন ডলার করে অনুদান করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম (সোশ্যাল মিডিয়া) জায়ান্ট ‘মেটা’ ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিলে ১০ লাখ ডলার অনুদান দিয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকার সমান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ অনুদানের তথ্য নিশ্চিত করেছে মেটা।

প্রায় সপ্তাহ দুয়েক আগেই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মার-এ-লাগোতে গিয়ে ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। ট্রাম্প-জাকারবার্গের মধ্যকার এই সাক্ষাতের পর ট্রাম্পের অভিষেক তহবিলে মেটার অনুদানের খবর সামনে আসে।

এদিকে একই তহবিলে ১০ লাখ ডলারের ঘোষণা দিয়েছেন আরেক টেকজায়ান্ট অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস। এছাড়া অ্যামাজন নিজের প্রাইম ভিডিও প্ল্যাটফর্মে ট্রাম্পের উদ্বোধনী অনুষ্ঠানটি স্ট্রিমিংয়ের মাধ্যমে দ্বিতীয় ধাপে ১০ লাখ ডলার দেবে বলে কোম্পানিটির একটি সূত্র ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে।

ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান তার ব্যক্তিগত অর্থের ১০ লাখ ডলার ডোনাল্ড ট্রাম্পের অভিষেক তহবিলে দেবে বলে সংস্থাটি নিশ্চিত করেছে।

তবে, এটাকে অনুদান না বলে এক রকম ‘বিনিয়োগ’বলেই তির্যক মন্তব্য করেছেন অনেকে।

ডেমোক্র্যাটিক রিপ্রেজেন্টেটিভ রো খান্না জানান, তার ধারণা, ভবিষ্যৎ ব্যবসায়িক লাভ আর ট্রাম্প প্রশাসনে প্রভাব তৈরি করতেই এই অর্থ দিচ্ছে তারা।

টেক কোম্পানিগুলি নভেম্বরে তার নির্বাচনী বিজয়ের পরে ট্রাম্পকে অভিনন্দন জানাতে দ্রুত ছিল কারণ তারা পরের বছর অফিস নেওয়ার আগে রিপাবলিকানের সাথে সম্পর্ক গড়ে তুলতে চায়।

গত ৫ নভেম্বর অনুষ্ঠিত আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প জয়ী হন। আগামী ২০ জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন ট্রাম্প।