লা লিগার ম্যাচে এ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরে গেল বার্সেলোনা। লিগ টেবিলের শীর্ষে এ্যাথলেটিকো। ১৮ বছর পরে বার্সার ঘরের মাঠে তাদের হারাল এ্যাথলেটিকো।
শনিবার পেড্রির গোলে কাতালান জায়ান্টরা এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে রডরিগো ডি পলের গোলের সমতায় ফিরে সফরকারী এ্যাথলেটিকো। যোগ হওয়া সময়ের ষষ্ঠ মিনিটে আলেক্সান্দার সোরলোথের গোলে দিয়েগো সিমিওনের দলের গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত হয়। এই জয়ে এক ম্যাচ কম খেলেও বার্সেলোনার থেকে তিন পয়েন্ট এগিয়ে শীর্ষস্থানে উঠেছে এ্যাথলেটিকো।
হান্সি ফ্লিকের দল অলিম্পিক স্টেডিয়ামে আধিপত্য বিস্তার করে খেলেও শেষ পর্যন্ত জয়ী হতে পারেনি। সব ধরনের প্রতিযোগিতায় এনিয়ে টানা ১২ ম্যাচে জয়ী হলো এ্যাথলেটিকো।
বার্সেলোনা দুর্দান্ত ফর্ম নিয়ে মৌসুম শুরু করেছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যর্থতার কারনে পিছিয়ে পড়েছে। লিগে গত সাতটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়ী হয়েছে।
এনিয়ে লিগে টানা তৃতীয় হোম ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে। ১৯৮৭ সালের পর এটাই কাতালানদের সবচেয়ে বাজে পারফরমেন্স। অন্যদিকে সিমিওনের অধীনে লা লিগায় বার্সেলোনার বিপক্ষে এ্যাওয়ে ম্যাচে এটাই এ্যাথলেটিকোর প্রথম জয়।
এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ১৩ ম্যাচে এ্যাথলেটিকো ৯০ মিনিট কিংবা তার পরে গোল দেবার কৃতিত্ব দেখিয়েছে। এক্ষেত্রে দলকে সহযোগিতা করেছে বদলী বেঞ্চ। এ্যাথলেটিকোর হয়ে মাত্র সাতটি ম্যাচে এবার মূল দলে খেলেছেন সোরলোথ। কিন্তু ইতোমধ্যেই ৮ গোল দিয়ে দলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
এর আগে দিনের শুরুতে ওসাসুনাকে ২-১ ব্যবধানে পরাজিত করে চতুর্থ স্থান মজবুত করেছে এ্যাথলেটিক বিলবাও।