বুধবার

,

৫ই ফেব্রুয়ারি, ২০২৫

সিনেমার আদলে মিউজিক্যাল ফিল্ম ‘নয়া বাতাস’

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

‘আরে ও সইগো নয়া বাতাস লাগলো আমার গায়’ এমন প্রেমময় কথার গান নিয়ে তৈরি হলো জমকালো মিউজিক্যাল ফিল্ম। রকিব আলীর গীত রচনায়, শোভন রায়ের সুর ও সংগীত এই গানটিতে কণ্ঠ দিয়েছেন ‘নয়া দামান’-খ্যাত তোসিবা বেগম। সাথে ছিলেন এ সময়ের জনপ্রিয় র‍্যাপার রিযান।

ইন্টারনেটে উন্মুক্ত হয়েছে ২৪ ডিসেম্বর, এইচবি ফিল্মস-এর ইউটিউব চ্যানেলে। গানচিত্রটি যেন বড়দিনের আনন্দ-আমেজ নিয়ে হাজির হয়েছে। নির্মাতার দাবি, এতে অংশ নিয়েছেন শতাধিক শিল্পী!

গীতিকার রকিব আলী জানান, ‘ব্যয়বহুল আয়োজন ও সবার অক্লান্ত পরিশ্রমে একটি সুন্দর কাজ হয়েছে। এরকম মিউজিক্যাল ফিল্ম সচরাচর দেখা যায় না। নির্মাতা ও পুরো টিম তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন একটা ভালো কাজ দর্শক-শ্রোতাদের উপহার দেয়ার জন্য।’

‘নয়া বাতাস’ গানটিকে মূলত মিউজিক্যাল ফিল্মে রূপান্তর করেন তরুণ নির্মাতা বিপ্লব হোসেন। সিনেমাটোগ্রাফার কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে রোহান বেলালের কোরিওগ্রাফিতে এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শিশির সরদার ও অলংকার চৌধুরী। সঙ্গে প্রায় শতাধিক সহশিল্পী।

নির্মাতা বিপ্লব হোসেন বলেন, ‘ম্যাটাফরিক ফরমেটে আমরা কাজটি করেছি, যেখানে সচরাচর গল্পের বাইরে অন্যরকম গল্প পাওয়া যাবে। রাজধানীর পুরান ঢাকার একটা বাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে এর শুটিং সম্পন্ন করেছি।’