বুধবার

,

৫ই ফেব্রুয়ারি, ২০২৫

টেস্ট ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো জিম্বাবুয়ে

এটিভি ইউএসএ নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের আগের দলীয় সর্বোচ্চ ছিল ৯ উইকেটে ৫৬৩ রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০১ সালে হারারে টেস্টে এ রান করেছিলেন জিম্বাবুয়েনরা। এবার সে রেকর্ড টপকিয়ে টেস্ট ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে। আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৩৫ দশমিক ২ ওভারে সব উইকেট হারিয়ে ৫৮৬ রান করেছে জিম্বাবুয়ে। যা দেশটির ৩২ বছরের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান।

তিন ব্যাটারের সেঞ্চুরিতে শুক্রবার এ রেকর্ড গড়ে জিম্বাবুয়ে। আগের দিন ১৪৫ রানে অপরাজিত থেকে শুরু করেছিলেন শন উইলিয়ামস। টেস্টের ৫ম সেঞ্চুরিটি ক্যারিয়ারসেরা ইনিংসে রূপ দিয়ে থামেন শন। আউট হওয়ার আগে ১৭৪ বলে ১০ চার ও ৩ ছক্কায় খেলেন ১৫৪ রানের ইনিংস।

টেস্ট ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের বিশ্ব রেকর্ড শ্রীলংকার। ১৯৯৭ সালে কলম্বোয় ভারতের বিপক্ষে ৬ উইকেটে ৯৫২ রান করেছিলো লংকানরা।