আমেরিকার নিউ ইয়র্ক সিটির ১১০তম মেয়র হিসেবে এরিক অ্যাডামস্ তার দায়িত্ব গ্রহণের পর থেকেই শহরকে অপরাধমুক্ত, নিরাপদ, পরিচ্ছন্ন ও সাশ্রয়ী মূল্যের আবাসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। ২০২৪ সালও তার ব্যতিক্রম ছিল না। এ বছর অপরাধের হার কমেছে, কর্মজীবী নিউ ইয়র্কবাসীর পকেটে তাদের প্রাপ্য ডলার ফিরে এসেছে, চাকরির বাজারে স্বাচ্ছন্দ ফিরে এসেছে এবং শহরের ছোট ব্যবসায়সহ সাশ্রয়ী মূল্যের আবাসন নির্মাণের রেকর্ড গড়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) কমিউনিটি অপ:এড-এ এসব বিষয়ই তুলে ধরেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস্।
অ্যাডামস্ দাবি করেন, ‘নিউ ইয়র্ক এখনও আমেরিকার সবচেয়ে নিরাপদ বড় শহর হিসেবে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি, এ শহরে সামগ্রিক অপরাধের হার কমেছে। আমরা রাস্তায় আরও পুলিশ কর্মকর্তা মোতায়েন করতে সক্ষম হয়েছি। ২০২৪ সালে আমরা ছয় হাজারের বেশি অবৈধ বন্দুক জব্দ করেছি। আমরা গাড়ি চুরির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিয়েছি।’
জানা যায়, অ্যাডামস প্রশাসন দ্বারা ২০২৩ সালে ‘চার্জ সেফ, রাইড সেফ’ পরিকল্পনাটি প্রবর্তনের পর থেকে লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে মৃত্যুর হার ৭২ শতাংশ কমেছে। ২০২৪-এই বছর শুধু একটি নিরাপদ শহর নয়, বরং আরও সাশ্রয়ী একটি শহর গড়ার উপরও মনোযোগ দিয়েছে অ্যাডামস্ প্রশাসন।
এরিক অ্যাডামস্ বলেন, ‘সাশ্রয়ীতা মানে শহরবাসীর জন্য খরচ মেটাতে প্রয়োজনীয় সম্পদ ও সুবিধা থাকা। আমরা নিউ ইয়র্কবাসীর অর্থ সাশ্রয়ে সহায়তা করতে ফেডারেল, স্টেট ও স্থানীয় পর্যায়ের অসংখ্য প্রোগ্রামের সাথে তাদের সংযোগ করতে ‘মানি ইন ইয়োর পকেট’ উদ্যোগ চালু করেছি। এছাড়াও, আমরা নিউ ইয়র্ক সিটির আয়কর ক্রেডিট বাড়িয়েছি। কর্মজীবী পরিবারের জন্য শহরের আয়কর কমানোর একটি পরিকল্পনা ঘোষণা করেছি, যার নাম ‘এক্স দ্যা ট্যাক্স ফর দ্যা ওয়ার্কিং ক্লাস’।’
আলোচনায় এসেছে, অ্যাডামস্ প্রশাসন টানা দ্বিতীয় অর্থবছরে সাশ্রয়ী মূল্যের আবাসনের রেকর্ড ভেঙেছে। সাড়ে ১৮ হাজার পরিবারকে আশ্রয় থেকে স্থিতিশীল বাড়িতে স্থানান্তর করেছে।