মঙ্গলবার

,

৭ই জানুয়ারি, ২০২৫

টরন্টোতে এটিভি ইউএসএ এবং সেহনাই এন্টারটেইনমেন্টের উদ্যোগে বর্ষবরণ

নিজস্ব প্রতিবেদক, টরন্টো, কানাডা
ছবি: এটিভি ইউএসএ

আমেরিকা এবং কানাডার বাঙালীদের যৌথ উদ্যোগে ইংরেজি নববর্ষ ২০২৫ বরণ উপলক্ষে একটি জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কানাডার টরন্টোর কুইন্স প্যালেস হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিল নিউ ইয়র্কের স্বনামধন্য আশা গ্রুপ অব কোম্পানীজের অঙ্গপ্রতিষ্ঠান এটিভি ইউএসএ। মঙ্গলবার, ৩১ ডিসেম্বর রাতে, টরন্টোর জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন সেহনাই এন্টারটেইনমেন্ট এই উৎসবের আয়োজন করে।

রাত গভীর হতেই পাওয়া যায় নতুন বছরের আগমনী বার্তা। তবে সন্ধ্যা থেকেই কুইন্স প্যালেস হলে দর্শকদের ভিড় বাড়তে থাকে। নানা বয়সী মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত হন। আড্ডায় মেতে উঠেন সবাই। আলো ঝলমল মঞ্চে অনুষ্ঠানের অন্যতম সঞ্চালক শারমিনা সিরাজ সোনিয়া নতুন বছরের বার্তা ঘোষণা করেন। বাংলাদেশের শুভকামনার মাধ্যমে শুরু হয় নতুন বছরের বরনের যাত্রা। ঝলমলে মঞ্চে একে একে উঠে আসেন শিল্পীরা। নাচ, গানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। দর্শকরা জানান, এবার আয়োজনটি ছিল একেবারেই অন্যরকম।

 

 

অনুষ্ঠানের ব্যালে নাচটি দর্শকদের কাছে ছিল মোহনীয়। ব্যালে নাচের কলায় দর্শকদের মধ্যে নতুন আবহ সৃষ্টি হয়। আয়োজকরা জানান, এই আয়োজনটি মূলত বিনোদন প্রদানের জন্য। বছরের ক্লান্তি দূর করে নতুন বছরে নব উদ্যমে চলার প্রেরণা যোগাতেই এই আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে আশা গ্রুপ অব কোম্পানীজ এর প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান এবং চেয়ারপার্সন  এশা রহমানকে বরণ করে নেয়া হয়। আকাশ রহমান বলেন, “আমেরিকা ও কানাডার বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে হৃদ্যতা বাড়াতেই এমন আয়োজন। আমাদের উদ্দেশ্য হলো ঘরে ঘরে বাঙালিয়ানা ছড়িয়ে দেওয়া।” তিনি আরও বলেন, “আমরা ‘বিশ্বজুড়ে বাঙালিয়ানা’ শ্লোগান নিয়ে এটিভি ইউএসএ নামে একটি টেলিভিশন চ্যানেল শুরু করেছি। এর মূল লক্ষ্য হলো পৃথিবীর বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটি প্লাটফর্ম তৈরি করা।” তিনি সবার সহযোগিতা কামনা করেন।

আশা গ্রুপের চেয়ারপার্সন এশা রহমান বলেন, “আমাদের উদ্দেশ্য শুধু ব্যবসা নয়, বরং সমাজের উন্নয়নে অবদান রাখা। বিশেষ করে সংস্কৃতির বিকাশে আমরা ভূমিকা রাখতে চাই।” তিনি আরও বলেন, “প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই আমাদের লক্ষ্য।”

 

 

অনুষ্ঠানে নিউইয়র্ক থেকে যোগ দেন চিত্রনায়ক কাজী মারুফ, তার স্ত্রী রাইসা দিহান, সাংবাদিক হাসানুজ্জামান সাকি, উপস্থাপিকা সাদিয়া খন্দকার। উপস্থিত ছিলেন কানাডাস্থ বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট খোকন রহমান, সেক্রেটারি জহিরুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আজিম দেওয়ান, ভাইস প্রেসিডেন্ট জেড এফ খান, সাংগঠনিক সম্পাদক শাহ আলম এবং সেহনাই এন্টারটেইনমেন্টের তানজিম সোহাগ, আরিফ, কাকন ও শরিফুল হকসহ কমিউনিটির নানা পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে কেক কেটে ইংরেজি নতুন বছর ২০২৫কে বরণ করে নেয়া হয়। এ সময় আলোর ঝর্ণাধারায় পরিবেশ রঙিন হয়ে ওঠে। সবাই একে অপরকে শুভকামনা জানান এবং আগামী একটি সুন্দর পৃথিবীর প্রত্যাশা করেন।