শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫। দ্বিতীয় দিনেই ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই শীত উপেক্ষা করেই অনেক ক্রেতা-দর্শনার্থী আসতে শুরু করেছেন মেলায়।
আগতরা বলেন, প্রথম দিকে শুধু স্টল ঘুরে দেখার জন্য আসা, কেনাকাটা শুরু হবে মাঝামাঝি সময় থেকে। আবার কেউ কেউ এখনই পছন্দের জিনিসগুলো কিনে নিতে চান। তাদের দাবি, ভালো কোয়ালিটির বিদেশি পণ্য প্রথম দিকেই শেষ হয়ে যায়।
বুধবার, রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, আগামী থেকে বছরব্যাপী বাণিজ্যমেলার প্রস্তুতি নেয়া হবে। পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের জন্য আলাদা স্টলের ব্যবস্থা থাকবে।
সারাবছর এই মেলার অপেক্ষায় থাকেন অনেক ব্যবসায়ী ও ক্রেতা। ব্যবসায়ীরা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করতে পারেন এবং ক্রেতারাও তাদের চাহিদা অনুযায়ী পণ্য খুঁজে পান, যা সাধারণত অন্য সময় পাওয়া যায় না। এগুলোর দামও সাধারণত অন্যান্য সময়ের তুলনায় কম থাকে, থাকে বিশেষ ছাড়ও।
দর্শনার্থীরা যাতে স্বাচ্ছন্দ্যে মেলায় আসতে পারেন, সেজন্য বিআরটিসির ২০০ শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। যা ফার্মগেট, কুড়িল থেকে বাণিজ্যমেলায় চলাচল করবে। এছাড়া মেলায় পার্কিং, নামাজ, শিশুদের খেলার জায়গা, তথ্যকেন্দ্র, রপ্তানি বহুমুখীকরণ কেন্দ্র রয়েছে। প্রথমবারের মতো মেলার টিকেট অনলাইনে কাটা যাবে। প্রাপ্ত বয়স্কদের জন্য টিকেটের মূল্য ৫০ টাকা এবং ১২ বছরের নিচে ২৫ টাকা। মেলা মাসব্যাপী সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চলবে রাত ১০টা পর্যন্ত।
রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা যায়, এবারের বাণিজ্য মেলায় বিশ্বের ৭টি দেশের ১১টি প্রতিষ্ঠানসহ মেলায় থাকছে ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন। বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে এই মেলাটির আয়োজন করেছে।
মেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের সম্মানার্থে তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও ৩৬ চত্বর। একই সঙ্গে দেশের তরুণসমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধকরণে তৈরি করা হয়েছে ইয়ুথ প্যাভিলিয়ন।
এবারের বাণিজ্য মেলায় দেশীয় বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিক্স অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্সস, পাট ও পাটজাত পণ্য, চামড়া-আর্টিফিসিয়াল চামড়া ও জুতাসহ চামড়াজাত পণ্য, স্পোর্টস গুডস, স্যানিটারিওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক মেলামাইন পলিমার, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, হস্তশিল্পজাত পণ্য, হোম ডেকর, ফার্নিচার ইত্যাদি পণ্য প্রদর্শিত হচ্ছে।