মঙ্গলবার

,

৭ই জানুয়ারি, ২০২৫

ঘন কুয়াশায় উত্তর ভারতের জনজীবন বিপর্যস্ত

এটিভি ইউএসএ নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

দিল্লি ও উত্তর ভারতের আশপাশের অঞ্চলে ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত এবং যাতায়াতে ব্যাপকভাবে ব্যাঘাত ঘটছে।

শুক্রবার দিল্লি বিমানবন্দরে অন্তত ২৮টি ফ্লাইট দেরিতে ছেড়েছে বলে ফ্লাইট ট্র্যাকিং অ্যাপ ফ্লাইটরাডারটোয়েন্টিফোর জানিয়েছে। একই সঙ্গে বহু ট্রেন দেরি করেছে বা সময় পুনঃনির্ধারণ করা হয়েছে বলে ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই কুয়াশাপ্রবণ পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া দপ্তরের ব্যাখ্যায়, যদি দৃশ্যমানতা ২০০ মিটার বা তার কম হয়, তবে সেটি “ঘন কুয়াশা” এবং ৫০ মিটারের কম হলে “অতি ঘন কুয়াশা” হিসেবে বিবেচিত হয়।

আগামী ৬ জানুয়ারি দিল্লিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা তাপমাত্রা আরও কমাতে পারে বলে অনুমান করা হচ্ছে।

তীব্র শৈত্যপ্রবাহের সঙ্গে এই কুয়াশা এলাকাজুড়ে আরও সমস্যার সৃষ্টি করেছে।
কুয়াশার চাদরে ঢাকা দিল্লি এবং উত্তর ভারতের বিভিন্ন শহরের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। উঠে এসেছে জনদুর্ভোগের ঘটনাগুলো।

ভারতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, দিল্লিসহ প্রায় ৯টি বিমানবন্দরে শুক্রবার সকালে শূন্য দৃশ্যমানতার পরিস্থিতি তৈরি হয়েছিল।

দিল্লি বিমানবন্দর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে যাত্রীদের সম্ভাব্য দেরির বিষয়ে সতর্ক করেছে। “দিল্লি বিমানবন্দরে উড়ান ওঠা-নামা চালু থাকলেও, যেসব ফ্লাইট CAT III প্রযুক্তি সমর্থিত নয়, তাদের সমস্যার সম্মুখীন হতে পারে,” বিমানবন্দরের এক বিবৃতিতে জানানো হয়।

এছাড়াও, বেশ কিছু এয়ারলাইন যাত্রীদের সতর্ক করেছে ভ্রমণের পরিকল্পনা করার আগে ফ্লাইটের সময়সূচি যাচাই করার জন্য।

উত্তর ভারতের শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশা যাত্রা এবং দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলছে। এই পরিস্থিতিতে সবার নিরাপত্তা ও সচেতনতা বজায় রাখা জরুরি।