বুধবার

,

৫ই ফেব্রুয়ারি, ২০২৫

পাসপোর্ট প্রস্তুত হলে প্রবাসী বাংলাদেশীরাও পাবেন এসএমএস

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

পাসপোর্ট সেবা সহজীকরণ করছে অন্তর্বর্তী সরকার। এত দিন দেশে থেকে পাসপোর্টের আবেদন করলে এসএমএসের মাধ্যমে সেবাগ্রহীতাকে পাসপোর্ট প্রস্তুতের বিষয়ে জানানো হতো। এবার একই সেবা পাবেন প্রবাসী বাংলাদেশীরাও। এসএমএসের মাধ্যমে তাদেরও জানানো হবে আবেদন করা পাসপোর্ট প্রস্তুতের বিষয়ে। এছাড়া প্রবাসীদের জমা হয়ে থাকা ১ লাখ ৯৭ হাজার পাসপোর্টের মধ্যে ১ লাখ ৮২ হাজার ৭৪৫টি প্রিন্ট করা হয়েছে। এগুলো সংশ্লিষ্ট দেশের দূতাবাসেও পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

উপপ্রেস সচিব বলেন, প্রবাসীদের ১ লাখ ৮২ হাজার ৭৪৫টি মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ছাপানো হয়েছে। এসব পাসপোর্ট সংশ্লিষ্ট দূতাবাসে পাঠানো হয়েছে। বুধবার থেকে প্রবাসীরা পাসপোর্ট প্রস্তুত হওয়া সংক্রান্ত এসএমএস পাবেন। আগে এসএমএস সেবাটি শুধুমাত্র দেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কার্যকর ছিল। বর্তমান সরকার প্রবাসীদের সুবিধার জন্য এটি করেছেন। এখন বিদেশে অবস্থান করে যারা পাসপোর্টের আবেদন করবেন তাদের জন্যও দেয়া হবে।

এছাড়া প্রেস সচিব শফিকুল আলম জানান, পাসপোর্ট অফিসকে ঘিরে কিছু দালাল চক্র গড়ে উঠেছে। এসব দালাল চক্রকে নিয়ন্ত্রণের লক্ষ্যে পাসপোর্ট অফিসের আশপাশের কম্পিউটার দোকানগুলো বন্ধ করা হচ্ছে। একই সঙ্গে সেবাগ্রহীতা অনলাইনে আবেদন করতে পারেন না বা তাদের সুবিধার জন্য আউটসোর্সিংয়ের মাধ্যমে পাসপোর্ট অফিসের তত্ত্বাবধানে কিছু লোক নিয়োগ দেয়া হবে। যারা মানুষকে অনলাইনে পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে সহায়তা করবে। এতে করে অসাধু দালাল চক্রকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।