বুধবার

,

১৫ই জানুয়ারি, ২০২৫

লস অ্যাঞ্জেলেসে লুটপাট ঠেকাতে কারফিউ জারি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

টানা চার দিন ধরে একাধিক দাবানলে জ্বলছে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর। আগুনে পুড়ে এখন পর্যন্ত দেড় শ বিলিয়ন ডলার মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, সম্পত্তির ক্ষয়ক্ষতির দিক থেকে এটি লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল। দাবানলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। ৯,০০০ এরও বেশি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতির মধ্যেও লুটপাট চালাচ্ছে দুর্বৃত্তরা। যা ঠেকাতে শহরের কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে। দাবানলের কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে নাসার জেট প্রপালশন ল্যাব।

স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া হিসাবে, আগুনে এখন পর্যন্ত ৯ হাজারেরও বেশি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে সান্তা মনিকা ও মালিবু এলাকার মাঝে দাবানলে পুড়েছে ৫ হাজার ৩০০ স্থাপনা।

আবহাওয়াবিষয়ক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট অ্যাকুওয়েদারে দেওয়া তথ্য অনুযায়ী, আগুনে এখন পর্যন্ত ১৩৫ থেকে ১৫০ বিলিয়ন ডলারের সম্পদের ক্ষতি হয়েছে।

আমেরিকার সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, লস অ্যাঞ্জেলেস কাউন্টির বিভিন্ন এলাকায় সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ জানিয়েছে, লুটপাটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। আগুন নিয়ন্ত্রণে কাজ করা উদ্ধারকর্মী ও স্বাস্থ্যকর্মী ছাড়া দাবানল এলাকায় সর্বসাধারণের উপস্থিতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম সতর্ক করে বলেন, ‘যারা বিপদগ্রস্ত সম্প্রদায়ের সুযোগ নিতে চাইছেন, তাদের স্পষ্ট ভাষায় বলতে চাই, লুটপাট সহ্য করা হবে না।’

স্পেসডটকম এক প্রতিবেদনে লিখেছে, ইটন কাউন্টিতে দাবানলের আগুনের কারণে লস অ্যাঞ্জেলেসের ঠিক উত্তরে সান গ্যাব্রিয়েল পর্বতমালার পাদদেশে অবস্থিত জেপিএল সাময়িকভাবে নাসা বন্ধ করেছে।