বুধবার

,

১৫ই জানুয়ারি, ২০২৫

বিশ্বজুড়ে বাঙালিয়ানা : সবাইকে রাঙাতে আসছে এটিভি ইউএসএ

নিজস্ব প্রতিবেদক
ছবি: এটিভি ইউএসএ

‘বিশ্বজুড়ে বাঙালিয়ানা’ শ্লোগানকে বুকে ধারণ করে আমেরিকার নিউ ইয়র্কে যাত্রা শুরু করছে আরো একটি বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল ‘এটিভি ইউএসএ’। ছয় মাস পরীক্ষামূলক সম্প্রচারের পর শনিবার ১১ জানুয়ারি পূর্ণাঙ্গ সম্প্রচারে আসছে চ্যানেলটি।

বর্ণাঢ্য আয়োজনে অফিসিয়াল উদ্বোধন হবে ‘এটিভি ইউএসএ’র। এরই মধ্যে এই চ্যানেলের নানা আয়োজন আমেরিকার গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের বাংলা ভাষার মানুষের হৃদয়ে দোলা দিয়েছে।

জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানটির ভেন্যু লং আইল্যান্ডের মর্যাদাবান রয়্যাল পাম রিসোর্ট। এতে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন শ্রেণী-পেশার গুণী ব্যক্তিদের। অনুষ্ঠানে উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন কূটনীতিবিদসহ আমেরিকার মূল ধারার রাজনীতিবিদ ও পেশাদার ব্যক্তিরা।

এটিভি ইউএসএ’র শুভযাত্রা নিয়ে প্রতিষ্ঠানটির সিইও আকাশ রহমান বলেন, বিশ্বজুড়ে বাংলা ভাষার মানুষকে বিনোদিত করার পাশাপাশি বাংলা সংস্কৃতিকে তুলে ধরা এটিভি ইউএসএ’র লক্ষ্য ও উদ্দেশ্য। সঠিক তথ্য ও নিরপেক্ষ সংবাদ প্রচারে চ্যানেলটি নিরন্তর কাজ করবে বলেও জানান আকাশ রহমান।

প্রতিষ্ঠানের চেয়ারপার্সন এশা রহমান। এটিভি ইউএসএ’র উদ্বোধনী অনুষ্ঠান প্রসঙ্গে বলেন, উদ্বোধনী অনুষ্ঠান দেখলেই সবাই আঁচ করতে পারবে আমাদের ভবিষ্যৎ স্বপ্ন সম্পর্কে। আমরা চাই, এটিভি ইউএসএ চ্যানেল দেখে প্রবাসে বাংলা ভাষার মানুষ মনে করুক তারা দেশেই আছে।

উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে এরই মধ্যে সব প্রস্ততি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। এতে থাকছে নানা চমক। এটিভি ইউএসএ’র চেয়ারম্যান আকাশ রহমান এবং চেয়ারম্যান এশা রহমান, এটিভি ইউএসএ’র স্টেশন হেড শামীম আল আমিন, সাপ্তাহিক সাদাকালোর নির্বাহী সম্পাদক এবং এটিভি সংশ্লিষ্ট মোহাম্মদ কাশেম, আশা গ্রুপ অব কোম্পানীজ-এর জেনারেল ম্যানেজার বোরহানুস সুলতান, এটিভি ইউএসএ’র স্বপ্ন, পরিকল্পনা এবং আয়োজন নিয়ে কথা বলবেন। অনুষ্ঠানে চ্যানেলের বিভিন্ন প্রোগ্রাম ও সংবাদ বুলেটিন সম্পর্কে ধারনা পাবেন আমন্ত্রিত অতিথিরা।

সন্ধ্যা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে থাকছে বিনোদনের বর্ণাঢ্য আয়োজন। বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টসের শিল্পীরা নাচের ছন্দে মাতিয়ে রাখবেন অতিথিদের। সুরের জাদুতে মুগ্ধ করবেন বাংলাদেশের কিংবদন্তী সংগীত শিল্পী সামিনা চৌধুরী।

একাধিক প্রামাণ্যচিত্রের মাধ্যমে এটিভি ইউএসএ’র অনেক তথ্য জানতে পারবেন অতিথিরা। এটিভি ইউএসএ’র থিম সং গেয়েছেন বাংলাদেশের আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ ও কোনাল। ইশতিয়াক আহমেদের কথায় গানটির সুর ও সংগীত করেছেন তানভীর তারেক। নিউ ইয়র্কের একঝাঁক তারকা শিল্পী এই গানে অংশ নিয়েছেন।

অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে এটিভি ইউএসএ’র স্টেশন হেড শামীম আল আমিন বলেন, আমরা সব ধরনের প্রস্ততি শেষ করেছি। এখন শেষ মুহুর্তে কোন কিছুর অসঙ্গতি আছে কিনা তা দেখছি। আশা করছি আমন্ত্রিত অতিথিরা একটি চমৎকার অনুষ্ঠান উপভোগ করবেন।