রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান মস্কোতে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করবেন বলে সোমবার জানিয়েছে ক্রেমলিন। আগামী শুক্রবার ওই চুক্তি স্বাক্ষরিত হবে।
এএফপি জানায়, ‘১৭ জানুয়ারি ভ্লাদিমির পুতিন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলোচনা করবেন। তিনি একটি আনুষ্ঠানিক সফরে মস্কোতে আসছেন।’
ইরানের প্রেসিডেন্ট মসুদ পেজেশকিয়ানের মস্কো সফরের সময় পাশাপাশি দুই নেতা ‘সামগ্রিক কৌশলগত অংশীদারত্ব চুক্তি’ স্বাক্ষর করবেন বলেও উল্লেখ করা হয়।
এ বিষয়ে এক প্রতিবেদনে আমেরিকান গণমাধ্যম পলিটিকো জানিয়েছে, মস্কো ও তেহরানের নেতারা দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, পরিবহন, রসদ, মানবিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলোর ওপর আলোচনা করবেন। আর চুক্তির মাধ্যমে রাশিয়া ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক এবং রাজনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।