আমেরিকার লস অ্যাঞ্জেলেসে সাতদিনেও নেভেনি তিন এলাকার আগুন। বুধবার পর্যন্ত দমকা হাওয়ার পূর্বাভাস থাকায় যেকোনো সময়ে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছে এলএ কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট। ফায়ার সার্ভিসের কর্মীরা বেশ কিছু স্থানে এখনো আগুন নেভাতে অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
দ্বিতীয় বৃহৎ প্যালিসেডসে ১৪ শতাংশ এবং চতুর্থ অবস্থানে থাকা ইটন দাবানলের ৩৩ শতাংশ নিয়ন্ত্রণে এলেও ক্যালিফোর্নিয়ার দক্ষিণ প্রান্ত দিয়ে আসা মৌসুমি বাতাস আতঙ্কে ফেলেছে স্থানীয়দের।
লস অ্যাঞ্জেলেসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিরূপ আবহাওয়ার কারণে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছেন।
স্থানীয় সময় সোমবার রাত পর্যন্ত দাবানলে মানুষের প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ২৪ জনে। প্যালিসেডস আর ইটনে নিখোঁজ আরও ২৩ জন । ১২ হাজারেরও বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনে।
আগুন নেভাতে ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে লড়ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এর মধ্যেই শিগগিরই ফের তীব্র বাতাস বইতে শুরু করবে বলে ক্যালিফোর্নিয়ার দক্ষিণে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। আরও বড় দাবানলের শঙ্কায় ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে পূর্বপ্রস্তুতি নিচ্ছে প্রশাসন।
এদিকে দুর্যোগের সুযোগে দাবানলকবলিত এলাকায় লুটপাটের জন্য মঙ্গলবার নয়জনকে গ্রেপ্তার করেছে প্রশাসন। এছাড়া, অগ্নিসংযোগের দায়ে আরও একজনকে আটক করেছে পুলিশ।