বুধবার

,

৫ই ফেব্রুয়ারি, ২০২৫

পিএসএলে দল পেয়েছেন তিন বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার ড্রাফট হয়ে গেল সোমবার। আর মঙ্গলবার ড্রাফট থেকে দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন।

জনপ্রিয়তার দিক দিয়ে আইপিএল ওপরে অবস্থান করলেও এবার পিএসএলেই নজর বেশি থাকবে বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের। কেননা, তিন বাংলাদেশি জায়গা পেয়েছেন আসন্ন পিএসএলের দশম আসরে।

এবার প্রায় একই সময়ে মাঠে গড়াবে আইপিএল ও পিএসএল। ভারতের লিগটি শুরু হবে ২১ মার্চ আর এপ্রিলের ৮ তারিখ শুরু হবে পাকিস্তান সুপার লিগ।

এদিকে পিএসএলের আসর যখন মাঠে গড়াবে, তখন বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তবে বিসিবি ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়ার ক্ষেত্রে কতোটা ইতিবাচক থাকবে তা এখনো বলা যাচ্ছে না।

করাচি কিংস দলে খেলবেন লিটন। নাহিদ রানাকে দলে নিয়েছে পেশওয়ার জালমি। পাকিস্তানে বাংলাদেশ ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে দারুণ ভূমিকা রাখেন নাহিদ। তারই পুরস্কার পেয়েছেন হয়তো পিএসএলে ডাক পেয়ে। আর লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স।

নাহিদ গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন। যার ভিত্তিমূল্য প্রায় ৩৭ হাজার ৫০০ ইউএস ডলার বা প্রায় সাড়ে ৪৫ লাখ টাকা। অন্যদিকে লিটন ও রিশাদকে সিলভার ক্যাটারগরি থেকে নিয়েছে করাচি কিংস ও লাহোর কালান্দার্স। যে ক্যাটাগরির ভিত্তিমূল্য প্রায় ১৮ হাজার ৭০০ ইউএস ডলার বা ২৩ লাখ টাকা।